E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন!

২০১৪ এপ্রিল ২৬ ১৭:৩৩:০৯
কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা সৈকতের বিভিন্ন মোহনার বালুচরে আটকে আছে মরা ডলফিন। শুক্রবার সকাল থেকে সাগরের জোয়ারের তোড়ে মৃত ডলফিনগুলো ভেসে আসে।

প্রায় ৫/৭ ফুট লম্বা ডলফিনগুলো শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ২/৩দিন আগে ডলফিনগুলো মারা গেছে বলে স্থানীয়রা ধারনা করছেন। এ কারণে ডলফিনের মৃতদেহ থেকে প্রচন্ড দুগন্ধ ছড়াচ্ছে। কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ মৃতদেহগুলো সরানোর উদ্যেগ না নেয়ায় পর্যটকদের সুবিধার্থে স্থানীয়রা অধিকাংশ ডলফিনের মৃতদেহ সৈকত থেকে উত্তোলন করে আবার সাগরে ফেলে দিয়েছে।

কুয়াকাটা লেম্বুরচর এলাকার জেলে আজিম জানায়, গত বৃহস্পতিবার রাতে সৈকতে তিনি চারটি ডলফিনের মৃতদেহ দেখেছেন। কিন্তু সকালে আর সেগুলো খুঁজে পাননি। একাধিক জেলে জানান, সাগরে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে সাগরে ভাসমান অবস্থায় অনেক ডলফিনের মৃতদেহ দেখেছেন। সেই মৃতদেহগুলোই কুয়াকাটা সৈকতে ভেসে আসতে পারে।

জেলেরা ধারনা করছেন, জলবায়ু পরিবর্তনের কারনে অতিরিক্ত গরমের কারনে সাগরের পানির তাপ বেড়ে যাওয়ায় ডলফিন মারা যেতে পারে। তবে একসাথে এতো ডলফিন মরে যাওয়ার কারন নিয়ে তারাও চিন্তিত। এছাড়া একইদিন সৈকতে একটি মরা হরিনের মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগের কর্মীরা। হরিনের মৃতদেহটি মাটি চাপা দেয়া হয়েছে।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন জানান, সৈকত থেকে প্রানীর মৃতদেহ অপসারন ও সৈকত পরিস্কার করার উদ্যেগ নেওয়া হচ্ছে।


(ওএস/এটি/এপ্রিল ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test