E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতদিয়া প্রান্তে পরিবহনের অপেক্ষায় ফেরি

২০২২ মে ০২ ১০:৫২:১৫
দৌলতদিয়া প্রান্তে পরিবহনের অপেক্ষায় ফেরি

মিঠুন গোস্বামী, রাজবাড়ী : প্রতি বছরের মতো এবার ও রাজধানী থেকে ঈদযাত্রায় ঘ‌রে ফেরা নি‌য়ে দু‌র্ভো‌গে পড়ার শঙ্কা ছি‌লো যাত্রীদের। কেননা বছরের প্রতিটি সময় দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে যানযট লেগেই থাকে। 

সেই দু‌র্ভো‌গ কমাতে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজবাড়ী জেলা প্রাশন, জেলা পুলিশ, বাংলাদেশ অভ‌্যন্তরীন নৌ প‌রিবহন ক‌র্পো‌রেশন‌ বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। সিদ্ধান্ত হয় ঈদে ঘরে ফেরা যাত্রীদের সুবিধার্তে ফেরি ও লঞ্চের সংখ্যা বৃদ্ধি সহ ঈদের আগে ও পরে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হবে৷

সোমবার (২ মার্চ) সকালে দৌলত‌দিয়া ফে‌রিঘা‌ট এলাকায় গিয়ে দেখা যায় দৌলত‌দিয়া ফেরিঘাট যাত্রীশূণ‌্য। ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় ফাঁকা নেই তেমন চোখে পড়ার মতো যাত্রীবাহী পরিবহন।

শুধু তাই নয় ফেরিপা‌রের অপেক্ষায় ও নেই কোনও যানবাহন। মা‌নিকগ‌ঞ্জের পাটু‌রিয়া থে‌কে থে‌কে ছে‌ড়ে আসা ফে‌রিগু‌লো‌তে নেই যাত্রী‌দের কোলাহল। পাটু‌রিয়া‌তে যাত্রীর চাপ না থাকায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে অপেক্ষা কর‌ছে বেশ ক‌য়েক‌টি ফে‌রি।

ঢাকা থে‌কে আসা একজন যাত্রী ব‌লেন, এবা‌রের ঈদযাত্রা স্ব‌স্তির হ‌য়ে‌ছে। মহাসড়‌কে সেভা‌বে ভোগা‌ন্তি ছি‌ল না। ফে‌রিঘা‌টের ব‌্যবস্থাপনা ছিল সুষ্ঠু। প্রশাস‌নের নজরদা‌রি ছি‌ল ভা‌লো।ফে‌রি থে‌কে নে‌মে পর্যাপ্ত বাস ছি‌ল। সেই সা‌থে মাই‌ক্রোবাস, মা‌হেন্দ্র ছি‌ল পর্যাপ্ত।

দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের স্থায়ী একজন ব্যাবসায়ী ব‌লেন, প্রায় দুই যুগ দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে ব‌্যবসার সুবা‌দে ঈদযাত্রা দে‌খে আস‌ছি। এবারের ম‌তো ভা‌লো ঈদযাত্রা আমরা দে‌খি‌নি। ব‌্যবস্থাপনাসহ প্রশাসনের তৎপরতা ভা‌লো ছি‌ল এবার। যার কারণেই এবা‌রে ছিনতাই‌য়ের ঘটনা শু‌নিনি। ভাড়া বে‌শি নি‌য়ে‌ছে যাত্রী‌দের কাছ থে‌কে এটা ঠিক। কিন্তু আসার সময়তো যানবাহনগু‌লো‌কে খা‌লি আস‌তে হয়। সব দিক বি‌বেচনায় কর‌লে বলা যায়, সরকার এবা‌রের ঈদযাত্রায় সফল।

গোয়ালন্দ উপ‌জেলার সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, এবা‌রের ঈমযাত্রা সুষ্ঠু কর‌তে জে‌লা প্রশাস‌নের পক্ষ থে‌কে ক‌ঠিন ও ক‌ঠোর নি‌র্দেশনা ছি‌ল। বেশ ক‌য়েক‌টি মোবাইল কোর্ট ছি‌লো দৌলত‌দিয়া ফে‌রিঘাট এলাকায়। যে কার‌ণে এবা‌রের ঈদযাত্রা সুষ্ঠু ছি‌লো।

রাজবাড়ীর ট্রা‌ফিক ই‌ন্সে‌পেক্টর তারক চন্দ্র পাল ব‌লেন, আমা‌রা আপ্রাণ চেষ্টা ক‌রে‌ছি এবা‌রের ঈদযাত্রা যেন ভোগা‌ন্তিমুক্ত হয়। আমা‌দের এস‌পি স‌্যার ব‌লে‌ছি‌লেন- পদ্মা সেতু চালু হ‌লে এই ফে‌রিঘাট বিবর্ণ থাক‌বে। মানুষ যেন ম‌নে রা‌খে পদ্মা সেতু চালু হওয়ার আগেই ঈদযাত্রা ভোগা‌ন্তিমুক্ত ছি‌লো।

জেলা প্রশাসক আবু কায়সার খান ব‌লেন, সবার আপ্রাণ চেষ্টায় ঈদযাত্রা ভা‌লো ছিল। আমা‌দের জেলা প্রশাস‌নের কর্মকর্তারা, জেলা পু‌লি‌শের ঊর্দ্ধতন কর্মকর্তরা, ফে‌রিঘাট কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা ক‌রে‌ছে সুষ্ঠ ঈদযাত্রা উপহার দি‌তে। মাঠ পর্যা‌য়ের পু‌লিশ সদস‌্যরা রোজা রে‌খে ক‌ঠিন প‌রিশ্রম ক‌রে‌ছেন। সবার আপ্রাণ চেষ্টার স্ব‌স্তির ঈদযাত্রা উপহার দি‌তে পে‌রে‌ছি।

(এমজি/এসপি/মে ০২, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test