E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছিনতাইকারী ধরতে গিয়ে ৪ পুলিশ আহত

২০১৪ সেপ্টেম্বর ২৯ ১১:০৮:১২
ছিনতাইকারী ধরতে গিয়ে ৪ পুলিশ আহত

স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডিতে সোমবার ভোরে ছিনতাইকারীদের ধরতে গিয়ে দুই পরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গুলিতেও দুই ছিনতাইকারী আহত হয়েছেন। এ সময় একটি প্রাইভেটকার, প্রায় ৫৬ হাজার টাকা, আটটি মোবাইল সেট ও দুটি ভ্যানিটি ব্যাগ জব্দ করা হয়।

ধানমন্ডি থানার ইন্সপেক্টর হেলাল উদ্দিন জানান, ভোররাতে কলাবাগান থেকে কয়েকজন ছিনতাইকারীকে ধাওয়া করা হয়। ভোর ছয়টায় শঙ্করে এসে পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দেয়া হলে তারা পুলিশের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এতে ধানমন্ডি থানার এসআই মারুফ, ইন্সপেক্টর হেলাল উদ্দিন এবং কনস্টেবল স্বপন ও শাহ আলম আহত হন। তখন পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ছিনতাইকারীর পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের আহত অবস্থায় আটক করা হয়েছে। অপর এক ছিনতাইকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, ছিনতাইকারীদের কাছ থেকে ঘটনাস্থলে একটি টয়োটা সিল্ডার প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২১-৬২৩৭), আটটি মোবাইল সেট, দুটি ভ্যানিটি ভ্যাগ, ১৫শ টাকা ও স্কুল ব্যাগ জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, আহত ছিনতাইকারীদের এএসআই নওশেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাদের দেহ তল্লাশি করে আন্ডার ওয়্যারের পকেট থেকে আরো ৫৫ হাজার ৬০ টাকা জব্দ করা হয়। এ সময় হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ওএস/এনডি/সেপ্টেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test