E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পারের অপেক্ষায় হাজারের অধিক যানবাহন

আজও দৌলতদিয়ায় কর্মস্থলে ফেরা মানুষের উপচেপরা ভিড় 

২০২২ মে ০৮ ১৮:৩২:২৯
আজও দৌলতদিয়ায় কর্মস্থলে ফেরা মানুষের উপচেপরা ভিড় 

মিঠুন গোস্বামী, রাজবাড়ী : দেশের অন্যতম নৌরুট রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ আজও কমে নাই। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার এ ফেরিঘাটে যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি ট্রাক ও কাভার্ডভ্যানের সংখ্যা রয়েছে হাজারের অধিক। 

গত রাতে বিভিন্ন জেলা হতে আসা যাত্রীবাহী পরিবহন আজও ফেরি পারের অপেক্ষায় রয়েছে ঘাট এলাকায়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সহ চালকদের। তবে যাত্রীদের নিরাপত্তায় দিন রাত গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় টহল দিচ্ছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সরেজমিনে রবিবার (৮ মে) সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের গিয়ে দেখা যায় ঘাট এলাকা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পৌর জামতলা এলাকা পর্যন্ত সাত কিলোমিটার পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের সারি রয়েছে। তবে এরমধ্যে ট্রাক ও কাভার্ডভ্যানের সংখ্যাই বেশি। মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ির চাপ একেবারে নেই বললেই চলে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের কর্মকর্তাদের মতে রাতে ঘাটে আসা যাত্রীবাহী বাসগুলো পার হয়ে গেলে বাসের আর তেমন চাপ পড়বে না বলে মনে করছেন ঘাট সংশ্লিষ্টরা। তবে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের চাপ থাকবে।

এ সময় কথা হয় ঢাকাগামী ঈগল পরিবহনের সুপারভাইজারের সাথে তিনি বলেন, শনিবার রাত দেড়টায় দৌলতদিয়া ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে খানখানাপুর রেলগেট এলাকায় পৌঁছে সিরিয়ালে আটকা পড়ি। এখন ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি। আশা করছি দুপুরের মধ্যেই ফেরিতে উঠতে পারবো।

ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রী সীমা আক্তারী বলেন, রাতে দৌলতদিয়া ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে এসে আটকে যাই। আড়াই মাস বয়সী বাচ্চা নিয়ে সারারাত গাড়িতেই কাটিয়েছি। এখনো ফেরিতে উঠতে পারিনি। তবে মনে হচ্ছে তাড়াতাড়ি ফেরির নাগাল পাবো।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাবউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। ইদের ছুটি শেষে দৌলতদিয়া ঘাটে বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ এক সঙ্গে পড়েছিল। তবে আজ মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ির চাপ একেবারে নেই বললেই চলে। যে কারণে আজ যাত্রীবাহী বাসের পাশাপাশি কিছু সংখ্যক করে পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। ধীরে ধীরে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় মিলে আজও ২১টি ফেরি চলাচল করছে। রাতে ঘাটে আসা যাত্রীবাহী বাসগুলো পার হয়ে গেলে বাসের আর তেমন চাপ পরবেনা। এরপর গোয়ালন্দ মোড়ে সিরিয়ালে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলো এনে পার করা হবে।’

দৌলতদিয়া ঘাটে কর্মরত গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ‘ঘাটের ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে ও নদী পারের অপেক্ষমাণ যাহবাহনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ঘাট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা কাজ করছেন।

(এমজি/এসপি/মে ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test