E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মামলার জট নিরসনে বিচারক ও আইনজীবী উভয়কেই ভূমিকা রাখতে হবে’

২০২২ মে ০৮ ২৩:২০:৪১
‘মামলার জট নিরসনে বিচারক ও আইনজীবী উভয়কেই ভূমিকা রাখতে হবে’

একে আজাদ, রাজবাড়ী : সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আদালতের মামলা জট নিরসনে বিচারক ও আইনজীবী উভয়কেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিচারপ্রার্থীরা যেন প্রকৃত বিচার পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রবিবার রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের উদ্যোগে আদালত চত্ত্বরে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. এটিএম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ীর পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান।

অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যড. বিজন কুমার বোস, সাবেক সভাপতি স্বপন কুমার সোম, মঞ্জুর মোর্শেদ প্রমুখ। এর আগে জেলা বার এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামানকে ক্রেস্ট, মানপত্র উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।

প্রধান বিচারপতি আরও বলেন, রাজবাড়ীতে কালুখালী উপজেলার আদালত নেই। এ বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া আইনজীবীদের সঙ্গে রাজবাড়ী আদালতের যে সমস্যা আছে তা সুরাহার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক খান মো. জহুরুল হক।

(একে/এসপি/মে ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test