E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে তিন দিনব্যাপি সাংষ্কৃতিক উৎসব শুরু কাল  

২০২২ মে ১২ ১৫:২৮:৫৫
পঞ্চগড়ে তিন দিনব্যাপি সাংষ্কৃতিক উৎসব শুরু কাল  

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে কাল ১৩ মে শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হচ্ছে তিন দিন ব্যাপী শিশু কিশোর সাংষ্কৃতিক উৎসব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই বৃহৎ উৎসবের আয়োজন করেছে পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার। আজ এই উৎসবের উদ্বোধন করবেন মো. মোজাহারুল হক প্রধান, সংসদ সদস্য, পঞ্চগড়-১।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট নাট্যকার ও সাংবাদিক রহিম আব্দুর রহিম। উৎসবের সমাপনী দিবে দেশ ও বিদেশের ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সাত ক্যাটাগরিতে পদত প্রদান করা হবে। তিন দিন ব্যাপী এই উৎসবে ভারত-বাংলাদেশের মোট ১৪টি সাংষ্কৃতিক দল অংশগ্রহণ করবে। দলগুলোর মধ্যে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় এই দলটি পরিবেশনা করবে রহিম আব্দুর রহিম রচিত নির্দেশিত বঙ্গবন্ধুর জীবনভিত্তিক নাটক ‘বাইগার পারের বাঙালি’, বোদা গার্লস স্কুল এন্ড কলেজ পরিবেশিত নৃত্যনাট্য ‘মুজিব আমার চেতনা’, ন্যাশনাল আর্টস্ এসোসিয়েশন অব ইন্ডিয়ার পরিবেশনা নৃত্যনাট্য ‘এপার ওপার’।

তক্ষশীলা আসামের পরিবেশনা লোকনৃত্য ‘বিহু এসো নাটক শিখি, কলকাতার পরিবেশনা নাটক ‘দলছুট’, নট্টরঞ্জলী থিয়েটার আর্টস আগ্রার পরিবেশনা ‘ঝঙ্কার’, ‘তাজমহল’ এবং ‘নিক্কণ’। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিবেশনা নৃত্যনাট্য ‘বাংলা আমার মা’, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিবেশনা হাসির নাটক ‘দোযখের আগত পাছত’, মিরর মাইন থিয়েটার ঢাকা পরিবেশন করবে ‘একটি ঘুড়ির আকাশ’ ও ‘চক্র’ হাজী ছফির উদ্দীন আহম্মদ স্কুল এন্ড কলেজের পরিবেশনা নৃত্যালেখ্য ‘৫২ থেকে ৭১’। তিন দিন ব্যাপী এই উৎসবের প্রতিদিনের প্রথম ও দ্বিতীয় প্রহরে চলবে শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, উৎসব শুরু হবে প্রতিদিন সকাল ৯ টায় এবং শেষ হবে রাত ৯ টায়।

(আর/এসপি/মে ১২, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test