E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলা বন্দরের ডুবে চরে আটকে পড়েছে সারবাহী বিদেশী জাহাজ

২০১৪ সেপ্টেম্বর ২৯ ১৬:৪৪:০৮
মংলা বন্দরের ডুবে চরে আটকে পড়েছে সারবাহী বিদেশী জাহাজ

মংলা (বাগেরহাট) প্রতিনিধি : মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকার ডুবো চরে আটকে পড়েছে সারবাহী একটি বিদেশী জাহাজ। মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বিদেশী জাহাজ এম.ভি তুফিমাদান প্রায় ২২ হাজার মে: টন সার নিয়ে মংলা বন্দরে আসার পথিমধ্যে সোমবার সকালে বন্দরের ফেয়ারওয়ের ১২ নম্বর বয়া সংলগ্ন ডুবে চরে আটকে যায়।

ডুবো চর থেকে জাহাজটি উদ্ধারে মংলা বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ এম,টি সারথি-২ সোমবার দুপুরে ঘটনাস্থলে পৌছালেও এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। তুফিমাদান জাহাজটি রবিবার চট্টগ্রাম থেকে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। জাহাজটির স্থানীয় এজেন্ট ইউএমএল শিপিং লাইন।

(এএইচএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test