E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেয়াইয়ের জানাজা শেষে নিজেই ফিরলেন লাশ হয়ে  

২০২২ মে ১২ ১৮:৫৬:৩০
বেয়াইয়ের জানাজা শেষে নিজেই ফিরলেন লাশ হয়ে  

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলায় বেয়াইয়ের জানাজা শেষে ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো পাঁচ অটোরিকশা যাত্রী আহত হয়েছে।

নিহতের নাম মো.নুরুল হক ওরফে নুরু মিয়া (৬৫) উপজেলার ডমুরুয়িা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের জিরুয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেল।

বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টার দিকে তাকে উপজেলার জিরুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গতকাল বুধবার ১১ মে সন্ধ্যার দিকে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পলতি সাতবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ডমুরুয়া ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.অলি জানান, গতকাল বুধবার বিকেলে ডমুরুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের জিরুয়া গ্রাম থেকে একই ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রাজ্জাকের (৬০) জানাজায় আসে যায় বেয়াই নুরু মিয়া । জানাজা শেষে বাড়ি ফেরার পথে সাতবাড়িয়া গ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে গুরুত্বর আহত তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান।

ডমুরুয়া ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সাখাওয়াত হোসেন উজ্জল জানান,নুরু মিয়া পার্শ্ববতী গ্রামে ওনার বেয়াইয়ের জানাজায় অংশ গ্রহণ শেষে ফেরার পথে অটোরিকশা উল্টে গুরুত্বর আহত হয়ে মারা যায়। তাকে বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটেয়ারী বলেন,এ রকম কোন তথ্য আমাদের কাছে নেই। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

(এস/এসপি/মে ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test