E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ১২ বছর ধরে স্কুলের মাঠ দখল করে চলছে ব্যবসা

২০১৪ সেপ্টেম্বর ২৯ ১৭:৪৭:১৯
রায়পুরে ১২ বছর ধরে স্কুলের মাঠ দখল করে চলছে ব্যবসা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে কর্তৃপক্ষের আপত্তি সত্ত্বেও  ১২ বছর ধরে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের মাঠ দখল করে স্যানিটারি ব্যবসা করছেন সফিকুল ইসলাম নামে স্থানীয় এক প্রভাবশালী।

এতে সবসময় ময়লা-আবর্জনায় ভরে থাকে বিদ্যালয় মাঠ। বিদ্যালয়টি হলো রায়পুর-পানপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে পশ্চিম কেরোয়া সিরাজিয়া প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ মাঠ। একাধিকবার ইউপি চেয়ারম্যান-মেম্বাররা বৈঠক করেও ওই ব্যবসায়ীর কাছ থেকে মাঠটি দখলমুক্ত করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গেলে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানায়, ১৯৩০ সালে ৭২ শতাংশ জমির ওপর বিদ্যালয় এবং তার পাশে ১৯০০ সালে কেরোয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে ৫ জন শিক্ষকসহ ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রায় ১২ বছর ধরে বিদ্যালয় ও ইউনিয়ন ভূমি অফিসের সামনের প্রায় ৪০ শতাংশ জায়গা দখল করে স্থানীয়রা ব্যবসা করায় কোমলমতি শিশুরা খেলা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে ভূমি অফিসে কার্যক্রম ব্যাঘাত ঘটছে।


ইউপি চেয়ারম্যন নাজমুল হুদা বলেন, মাঠ দখলমুক্ত করতে কয়েক বার ব্যবসায়ীদের বলা হলেও নির্দেশ মানছে না। প্রশাসনকে কয়েকবার ব্যবসা বন্ধ ও ময়লা-আবর্জনা না ফেলার জন্য বললেও কোনো লাভ হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন, বিদ্যালয়ের মাঠ দখল করে ময়লা-আবর্জনা ফেলা ও স্যানিটারি ব্যবসা করা অন্যায়। শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।

(এমআরএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test