E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আগৈলঝাড়ায় ছাত্রী অপহরণের জেরে হামলা-সংঘর্ষ, আহত ৯

২০২২ মে ১৪ ২০:৩৫:৪০
আগৈলঝাড়ায় ছাত্রী অপহরণের জেরে হামলা-সংঘর্ষ, আহত ৯

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী অপহরণের ঘটনাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের রহিম হাওলাদারের ৮ম শ্রেণী পড়ুয়া মেয়েকে একই এলাকার খোকন ঘরামীর ছেলে কাওছার ঘরামী অপহরন করে নিয়ে যায়। এ নিয়ে আদালতে অপহরন মামলা দায়ের করে মেয়ের পরিবার।

রহিম হাওলাদারের ছেলে অমিত হাসান জানান, আমার স্কুল পড়ুয়া বোনকে অপহরন করে নিয়ে যায় কাওছার ঘরামী। আমার বোনকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় একই এলাকার জবেদ বেপারীর ছেলে রবিউল বেপারী তাদের সহযোগিতা করে। শুক্রবার সন্ধ্যায় রবিউলকে বিয়টি নিয়ে ডাকা হলে একপর্যায় তার সাথে বাকবিতন্ডা হয়।

পরে বাকবিতন্ডার একপর্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অমিত হাসান, রাতুল হাওলাদার, প্রিন্স হাওলাদার ও অপর পক্ষের সালাম সরদার, রিফাত সরদার, রবিন আকন, রবিউল বেপারী, নাইম সরদার, সবুজ খানসহ অন্তত ৯ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত রবিউল বেপারী জানান, কাওছার ঘরামীর সাথে ওই কিশোরী প্রেমের টানে পালিয়ে যায়। আমি এই ঘটনার সাথে জড়িত নই।

হামলা-সংঘর্ষের ঘটনায় কিশোরীর মা ফাতেমা বেগম ও অপর পক্ষের সালাম সরদারের স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে পৃথকভাবে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
(টিবি/এএস/মে ১৪, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test