E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দৌলতদিয়া ইউনিয়নে উপ নির্বাচন ঘিরে নির্বাচনী সভা

২০২২ মে ১৫ ১৩:০৮:৪০
দৌলতদিয়া ইউনিয়নে উপ নির্বাচন ঘিরে নির্বাচনী সভা

এম এ হীরা, গোয়ালন্দ : আগামী ১৫ জুন দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।উপ- নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলমগীর হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ই মে শনিবার বিকালে যদু ফকির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

জলিল সরদার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলাউদ্দিনের সভাপতিত্বে ও দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন লিমন এর সঞ্চালনায় নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফকির আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য খালেক সরদার, দৌলতদিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখ, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক বাকেন শেখ, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামীম রেজভী প্রমুখ।

সরেজমিন ঘুরে জানা যায়, রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডলকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গুলি করার পর উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ১০টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।আব্দুল গনি মন্ডল দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লা পাড়া এলাকার বিন্দু মোল্লার ছেলে, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন।তার মৃত্যুতে এই ইউপি সদস্য পদটি শূন্য হয়ে পড়ে।


পিতার অসমাপ্ত কাজ শেষ করতে এবার ইউপি সদস্য প্রার্থী হয়েছেন আব্দুল গনি মণ্ডলের বড় পুত্র আলমগীর হোসেন মন্ডল। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় ইউপি সদস্য পদে নির্বাচনে শীর্ষে আছেন আলমগীর হোসেন মন্ডল।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

(এমএএইচ/এএস/মে ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test