E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিলিতে পাঁচ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

২০১৪ সেপ্টেম্বর ৩০ ১০:৪০:১৮
হিলিতে পাঁচ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশী নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিকট ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

হিলি চেকপোস্ট গেটে দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মধ্য দিয়ে বিএসএফ সদস্যরা সোমবার সন্ধ্যা ৬টায় তাদের বিজিবির নিকট ফেরত দেন।

ফেরত বাংলাদেশীরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি লস্করা গ্রামের মনোরঞ্জন বর্মনের ছেলে তপন চন্দ্র বর্মন (২২), একই এলাকার সুরেন্দ্রনাথ রায়ের ছেলে হরিপদ রায় (২৩), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসপুর গ্রামের রাম চন্দ্র সরকারের ছেলে (৩০), জয়পুরহাট জেলা সদরের চকবরকতের সুন্দরপুর গ্রামের যগদিস বর্মনের ছেলে সনজিদ বর্মন (১৪), নওগাঁর ধামুইরহাট উপজেলার খেলনা গ্রামের সাঞ্চু ওরাও এর ছেলে বুদু ওরাও (১৬)।

পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জাফরুল্লাহ খান এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান।

আটকরা জানান, রবিবার রাতে হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের পাশে কামালগেট এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে যান তারা। সেখানে বালুরঘাট যাওয়ার পথে হিলি বাসস্ট্যান্ড হতে বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ায় বিএসএফ সদস্যরা তাদের আটকের পর আমাদের নিকট ফেরত দিয়েছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test