E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বগুড়ায় ভুয়া মেজরসহ আটক ২

২০১৪ সেপ্টেম্বর ৩০ ১০:৫৭:১৪
বগুড়ায় ভুয়া মেজরসহ আটক ২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সোনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য টাকা লেনদেনের সময় ইউনসার রহমান ওরফে মাসুদ (৩৮) নামে এক ভুয়া মেজর ও তার ২ সহযোগীকে আটক করেছে পুলিশ (ডিবি)।

শহরের চারমাথা এলাকা থেকে সোমবার রাত ৮টার দিকে তাদেরকে ভুয়া নিয়োগপত্রসহ আটক করা হয়।

আটকরা হলেন- ভুয়া মেজর ইউনসার রহমান ওরফে মাসুদ। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার মাদিশপুরের আশরাফ আলীর ছেলে ও তার সহযোগী ময়মনসিংহের উত্তর পুলিশ লাইন এলাকার হাজী নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮) ও শেরপুর জেলার শ্রীবর্দি এলাকার জাহেদুল ইসলামের ছেলে মানিক (২২)।

বগুড়া ডিবি পুলিশের এসআই শাহিন চৌধুরী জানান, ময়মনসিংহের আসিফ বিল্লাহ নামের এক যুবককে সোনবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে সাড়ে ৪ লাখ টাকা চুক্তি করে তারা। এর পর ৪০ হাজার টাকা নগদ নেয় ভুয়া মেজর মাসুদ। পরে নিয়োগপত্র নিয়ে অনেক সময় অতিবাহিত হয়। এ অবস্থা দেখে আসিফ বিল্লাহ তাদেরকে ভুয়া মনে করে। এবং ডিবি পুলিশের নিকট অভিযোগ করেন। এ প্রেক্ষিতে সোমবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ভুয়া মেজর মাসুদ ও তার ২ সহযোগীকে আটক করা হয়।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test