E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

২০২২ মে ১৯ ১৯:২০:০২
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে মানববন্ধন করেছে নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার দুপুরে জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক সহ-সভাপতি ইসরাত জাহান, বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুখার্জী রবীন্দ্র নাথ,পূর্ণিমা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নাজমা আক্তার, বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য শেখ আব্দুল হাছিব, কাকলী সরকারসহ অন্যরা।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শুস্ক মৌসুমে পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় ও লবনাক্ততার কারনে বাগেরহাটসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সুন্দরবন উপকূলে ৬৫ ভাগ মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত। জলবায়ু পরিবর্তন ও দূর্যোগকে মাথায় রেখে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা, উচকরেু টেকসই বেড়িবাঁধ পুন:নির্মান ও ঝুঁকি মোকাবেলায় দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে রক্ষায় আগামী জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান। একই সাথে বাগেরহাটে সুপেয় পানি সরবরাহে নেয়া প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও প্রয়োজনীয় নতুন প্রকল্প গ্রহণের সরকারকে এগিয়ে আসার আহবান জানান।

(এসএকে/এসপি/মে ১৯, ২০২২)

বৃহস্পতিবার দুপুরে জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক সহ-সভাপতি ইসরাত জাহান, বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুখার্জী রবীন্দ্র নাথ,পূর্ণিমা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নাজমা আক্তার, বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য শেখ আব্দুল হাছিব, কাকলী সরকারসহ অন্যরা।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শুস্ক মৌসুমে পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় ও লবনাক্ততার কারনে বাগেরহাটসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সুন্দরবন উপকূলে ৬৫ ভাগ মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত। জলবায়ু পরিবর্তন ও দূর্যোগকে মাথায় রেখে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা, উচকরেু টেকসই বেড়িবাঁধ পুন:নির্মান ও ঝুঁকি মোকাবেলায় দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে রক্ষায় আগামী জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান। একই সাথে বাগেরহাটে সুপেয় পানি সরবরাহে নেয়া প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও প্রয়োজনীয় নতুন প্রকল্প গ্রহণের সরকারকে এগিয়ে আসার আহবান জানান।
শেখ আহসানুল করিমবাগেরহাট১৯. ০৫. ২০২২



পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test