E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

২০২২ মে ২০ ১৪:১০:২৬
জামালপুরে মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সিআইজি মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ করা হয়।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তরের আওতায় জামালপুর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এ উপকরণ বিতরণ বাস্তবায়ন করে।

জামালপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিকের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ ময়নুল হাসান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শরীফা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সিআইজি মৎস্যচাষীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। এসময় মৎস্য কর্মকর্তাবৃন্দসহ সিআইজি মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/মে ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test