E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে বসতঘরসহ ১০ লাখ টাকার মালামাল লুট, আহত ১০

২০১৪ সেপ্টেম্বর ৩০ ১৪:১০:৫১
রায়পুরে বসতঘরসহ ১০ লাখ টাকার মালামাল লুট, আহত ১০

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে দিনদুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই দিনমজুরের দুটি বসতঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় বাধা দেয়ায় ৪ নারীসহ ১০ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের রেজা উদ্দিনের বাড়ীতে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুট হওয়া বসতঘরের কয়েকটি টিন উদ্ধার করলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত দিনমজুর আবুল হাশেম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে সন্ত্রাসীরা বসতঘর লুটপাট করায় দুই দিনমজুর পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, কয়েক বছর ধরে উত্তর কেরোয়া গ্রামের দিনমজুর আবুল হাশেমের সঙ্গে একই এলাকার উকিল বাড়ীর প্রভাবশালী মো. হাসেমের ৬ শতাংশ জমি নিয়ে বিরোধে আদালতে মামলা চলে। এ ঘটনায় কয়েকবার চেয়ারম্যানসহ স্থানীয়রা উভয়পক্ষকে নিয়ে একাধিক বৈঠকের পরেও মীমাংসায় আসতে পারেনি। পরে এক সময় প্রভাবশালী মো. হাসেম গোপনে দিনমজুর আবুল হাশেমের ওই জমি নিজের নামে নিয়ে নেয়।

এ ঘটনায় এলাকাবাসী জানতে পেরে কয়েকদিন আগে মো. হাসেমকে বিরোধকৃত ওই জমিটি ওই দিনমজুরকে ছেড়ে দিতে বলে। এরই মাঝে আদালত ওই জমি দিনমজুর আবুল হাশেমের পক্ষে রায় দেয়। এরই জের ধরে সোমবার বিকালে মো. হাসেমের ছেলে বখাটে মামুন ও ইমনের নেতৃত্বে ১৫-২০ জনের ভাড়াটিয়া সশস্ত্র সন্ত্রাসীরা আবুল হাশেম ও তার ছেলে মো. টিটুর বাড়ীতে হামলা চালায়। এ সময় তারা দুটি বসতঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ সময় তারা ১০-১২টি ককটেল বিস্ফোরণও ঘটায়। এসব কাজে বাধা দেয়ায় রাবেয়া,রুনা,রিনা,রেজিয়া ও আবুল হাশেমসহ ১০ জনকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সরকারী হাসপাতালে নেয়।

মো. হাসেম ও ছেলে মামুনসহ তার লোকজন পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া যায়নি। তবে মামুন বিএনপির পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড করছেন বলে প্রতিবেশীরা জানান।

কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নাজমুল হুদা বলেন, ঘটনার সাথে জড়িতরা সন্ত্রাসী প্রকৃতির। তাদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের প্রতি দাবি জানান তিনি।

রায়পুর থানার উপপরির্দশ মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দিনমজুরের লুট হওয়া বসতঘরের কয়েকটি টিন প্রতিপক্ষের বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। পলাতক থাকায় সন্ত্রাসীদের গ্রেফতার করা যায়নি।

(এমআরএস/এনডি/সেপ্টেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test