E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় বিকাশের টাকা ফেরত পেতে থানায় জিডি

২০২২ মে ২৩ ১৫:৩৮:১০
গলাচিপায় বিকাশের টাকা ফেরত পেতে থানায় জিডি

সঞ্জিব দাস, গলাচিপা : পটুয়াখালীর গলাচিপায় একটি মাত্র ভুল ডিজিটের নম্বরে বিকাশের টাকা চলে যাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের পূর্ব গোলখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে। 

ভুক্তভোগী মো. নান্না হাওলাদার (৫০) জানান, গতকাল (২২ মে) রবিবার সকাল অনুমান সাড়ে ১১ টার দিকে আমি আমার পার্সোনাল নম্বর ০১৭১৩৯৬৫০৫০ থেকে ০১৮৬১৮৬৮০২৩ নম্বরে ২৪ হাজার ২ শত ৪০ টাকা পাঠাতে গিয়ে ভুল বশত শেষের একটি ডিজিট পরিবর্তন হয়ে ০১৮৬১৮৬৮০২৪ নম্বরে ২৪ হাজার ২ শত ৪০ টাকা সেন্ড মানির মাধ্যমে চলে যায়। আমি সাথে সাথে বিকাশ অফিসে যোগাযোগ করে এ বিষয়ে আমার টাকা ফেরত পাওয়ার জন্য একটি অভিযোগ করি। বিকাশ অফিস আমাকে একটি অভিযোগ নম্বর দেয়।

অভিযোগ নম্বরটি হলো ১৪০৯৮৪৬৩। এ বিষয়ে আমি গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার ডায়েরী নম্বর ৯৫৬, তারিখ- ২৩/০৫/২০২২। আমি গরিব মানুষ। আমার টাকা ফেরত পেতে চাই। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।

(এসডি/এসপি/মে ২৩, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test