E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা 

২০২২ মে ২৩ ১৭:৩৮:৫০
ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা 

ঠাকুরগাঁও প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ঈর্ষাপরায়ণ কুটক্তি পরোক্ষভাবে মেরে  ফেলার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। আজ সোমবার সকালে শহরের বিভিন্নস্থান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে  জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়। 

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে সেখানেই সমাবেশ করে ছাত্র দলের নেতাকর্মীরা।

এসময় তারা অভিযোগ করে বলেন, জনগনের টাকায় পদ্মা সেতু নির্মাণ হলেও নিজের বলে দাবি করছেন অবৈধ সরকার। আর সেই সেতু থেকে সাবেক প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফেলে দেয়া হত্যার হুমকি। যা কখনো মেনে নেয়া সম্ভব নয়। অন্যদিকে রাষ্ট্রের বাহিনীগুলোকে ব্যবহার করে জোর করে ক্ষমতা আকড়ে রেখেছেন। অবিলম্বে পদত্যাগের দাবি করেন তারা অন্যথায় আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন নেতারা।

এসময় জেলা ছাত্রদলের সভপতি মোঃ কায়েস সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এফআর/এসপি/মে ২৩, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test