E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে অবৈধভাবে কর্তন করা গাছ অবশেষে জব্দ করেছে ইউএনও

২০২২ মে ২৩ ১৮:০৫:০০
দিনাজপুরে অবৈধভাবে কর্তন করা গাছ অবশেষে জব্দ করেছে ইউএনও

শাহ্ আলম শাহী, দিনাজপুর : সংবাদ প্রকাশের পর অবশেষে প্রশাসনের টনক নড়েছে। দিনাজপুরের  আউলিয়াপুর ইউনিয়নে অবৈধভাবে কর্তন করা গাছগুলো অবশেষে জব্দ করে হেফাজতে নিয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে,কোন মামলা হয়নি কারো বিরুদ্ধে ! 

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ জানান, দক্ষিণ কোতয়ালীর ৬ নং আউলিয়াপুর ইউনিয়নে অবৈধভাবে বেশকিছু রাস্তার গাছ কর্তন করে দুর্বৃত্তরা। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হয়।আমরা তাৎক্ষণিক ভাবে কর্তন করা গাছের টনগুলো জব্দ করেছি। জব্দ করার পর তা ইউনিয়নের তহসিলদারের হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে কোন মামলা হয়েছে কি না বা কেউ আটক হয়েছে কি না তা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্বৃত্তরা অজ্ঞাতনামা হওয়ায় কাউকে আটক বা মামলা করা সম্ভব হয়নি।

এবিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সতর্ক হওয়া প্রয়োজন বলেও তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ বলেন, অবৈধভাবে গাছ নিধন গুরুত্ববহ অপরাধ। একারণে অনেক সময় স্থানীয় জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হয়।এমন নজিরও আছে এ জেলায়।তারপর এমন অপরাধ ঘটছে। যা কাম্য নয়।

(এস/এসপি/মে ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test