E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের কর্মশালা

২০২২ মে ২৪ ১৫:০১:১১
রাজবাড়ীতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের কর্মশালা

মিঠুন গোস্বামী, রাজবাড়ী সদর : রাজবাড়ীতে ৪ দিনব্যাপি (৪ হতে ৭ জুন) জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন - ২০২২ উপলক্ষ্যে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলায় এবার ১ লক্ষ ৩৫ হাজার ৮৯৭ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (২৪ মে) দুপুর ১২ টায় জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মশালা বাস্তবায়ন করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

কর্মশালায় সভাপতিত্ব করে উদ্বোধনী বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

অনান্য অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি খান মো. জহুরুল হক,সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মতিন,সহ সভাপতি কাজী আব্দুল কুদ্দুস।

কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, রাজবাড়ী জেলায় আগামী ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত ১ হাজার ৬৬ টি কেন্দ্রে ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ১৬ হাজার ১৮০ জন শিশু ও ১২-৫৯ বয়সী ১ লক্ষ ১৯ হাজার ৭১৭ জন মোট ১ লক্ষ ৩৫ হাজার ৮৯৭ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

(এমজি/এএস/মে ২৪, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test