E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহার সদর ইউনিয়নে সাড়ে ৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

২০২২ মে ২৪ ১৭:৫০:১১
সাপাহার সদর ইউনিয়নে সাড়ে ৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়ন পরিষদে আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য জনসম্মুখে সাড়ে ৩কেটি টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ হল রুমে অসংখ্য সাধারণ মানুষের সামনে এ বাজেট পেশ করা হয়।

ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বাজেট পেশ অনুষ্ঠানে সাপাহার উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ সাপাহার শাখার সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, দীঘির হাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোতাহার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, সমাজ সেবী ও সুজন সাপাহার উপজেলা শাখার সভাপতি নুরুল হক মাষ্টার, মোতাহার হোসেন চৌধুরী প্রমুখ খসড়া বাজেটের ওপর বক্তব্য রাখেন। পরে সাধারণ জনগন প্রদত্ব বাজেটটি অনুমোদনের জন্য হ্যাঁ সুচক প্রস্তাব দিলে ওই দিনের উম্মুক্ত বাজেট ঘোষনায় সাড়ে ৩কোটি টাকার বাজেট ঘোষিত ও অনুমোদিত হয়। উপস্থিত সকলের সামনে খসড়া বাজেটটি ঘোষনা করেন ইউপি সচিব মো: মহিদুল হক।

(বিএস/এসপি/মে ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test