E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যৌথ মহড়ায় যোগ দিতে মোংলা বন্দরে ভারতের দুটি যুদ্ধ জাহাজ

২০২২ মে ২৪ ২০:৫৬:৫৮
যৌথ মহড়ায় যোগ দিতে মোংলা বন্দরে ভারতের দুটি যুদ্ধ জাহাজ

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারত যৌথ মহড়ায় যোগ দিতে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে ভারতীয় দুটি যুদ্ধ জাহাজ মিসাইল করভেট ‘আইএনএস কোরা’ ও অফশোর পেট্রোল ভেসেল ‘আইএনএস সুমেধা’। মঙ্গলবার বিকাল ৪টায় জাহাজ দুটি মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। এ সময় সুসজ্জিত বিএনএস মোংলা নৌঘাটির বাদকদল বাদ্য বাজিয়ে জাহাজে আগত নাবিকদের অভিবাদন জানান। এসময়, মোংলা বন্দর নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোংলা নৌঘাঁটি সূত্র জানায়, ভারতীয় জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বিএনএস আবু উবায়দা’ ও ‘বিএনএস আলী হায়দার’ মোংলা বন্দরের জেটিতে নিয়ে আসে। ভারতীয় নৌবাহিনীর কমান্ডার প্রদীপ কুমারের নেতৃত্বে জাহাজ মিসাইল করভেট ‘আইএনএস কোরা’য় ১৪ কর্মকর্তাসহ ১২১ জন নাবিক এবং কমান্ডার সুমিত মালিকের নেতৃত্বে অফশোর পেট্রোল ভেসেল ‘আইএনএস সুমেধা’য় ১২ কর্মকর্তাসহ ১১০ নাবিক রয়েছেন।

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর সদস্যরা যৌথ মহড়ায় যোগ দেবে। ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদারে ২০১৮ সাল থেকে এই যৌথ মহড়ায় হয়ে আসছে। যৌথ মহড়া শেষে ২৬ মে ভারতীয় জাহাজ দুটি সেদেশের উদ্দেশ্যে মোংলা ত্যাগ করার কথা রয়েছে।

(এসএকে/এএস/মে ২৪, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test