E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোরের কাগজের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে শ্যামগঞ্জে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

২০২২ মে ২৫ ১৫:৫৮:০৩
ভোরের কাগজের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে শ্যামগঞ্জে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

গৌরীপুর প্রতিনিধি : দৈনিক ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদক সহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে শ্যামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গৌরীপুর ও পূর্বধলা উপজেলার মধ্যবর্তী স্থান শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে গনমাধ্যামকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। প্রতিবাদ সভায় সভাপত্বি করেন ভোরের কাগজের পূর্বধলা প্রতিনিধি তিলক রায় টুলু ।

প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির গৌরীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক হারুন-আল-বারী, সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, উদীচী শ্যামগঞ্জ শাখার সভাপতি ডা. মোঃ শহীদুল্লাহ, সাধারন সম্পাদক জয়ন্ত রায়, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক জীবন পন্ডিত, শিক্ষক তপন কুমার কর্মকার, ব্যবসায়ী হুমায়ুন কবির, মোঃ মাহফুজুর রহমান খান টুটন, হারধন সাহা, মোঃ শহিদুল ইসলাম, ব্যবসায়ী সুজিত কুমার রায়, সুমিত কুমার রায়, বিশ্ব কুমার কর্মকার, নাদিম মাহমুদ, মানিক চন্দ্র দাস, মোঃ সোহেল রানা ও নাঈম আহমেদ প্রমুখ।

(এস/এসপি/মে ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test