E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় অভিমানে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

২০২২ মে ২৬ ১৫:৪৫:৩১
কলাপাড়ায় অভিমানে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পোকা মারার কীটনাশক ট্যাবলেট খেয়ে মোসামৎ তানিয়া (১৮) নামের এক এইচ এস সি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তানিয়া কলাপাড়ার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচ এস সি পরীক্ষায় অংশ নেয়ার কথা।

কলাপাড়া থানার এস আই জিয়াউল ইসলাম জানান, নিহত কলেজ শিক্ষার্থী ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের মাহাতাব চৌকিদারের মেয়ে। গত বুধবার রাতে নিহত তানিয়া তার বাবার কাছে কলেজে দেয়ার জন্য দুই হাজার টাকা চায়। তার পিতা এ টাকা দিতে অপারগ প্রকাশ করায় আজ ( ২৬ মে) সকালে ঘরে রাখা কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। এরপর সে দৌড়ে পাশ্ববর্তী দাদার বাড়ি গিয়ে এ কীটনাশক ঔষধ খাওয়ার কথা জানায়। বেলা ১১টার দিকে তাকে আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে পৌনে ১২টার দিকে চিকিৎসাধীণ অবস্থায় তার মুত্যু হয়। খবর পেয়ে তারা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জে এইচ খান লেলিন জানান, নিহত শিক্ষার্থী লক ( Lock Tablet) জাতীয় এক ধরনের পোকা নিধন ও ঘাস ধ্বংস করার ট্যাবলেট সেবন করেছেন বলে পরিবারের সদস্যরা তাদের জানিয়েছেন। এ ট্যাবলেট মানবদেহে প্রবেশ করলে কিডনি ও রক্তনালী ক্ষতিগ্রস্থ্য হয়ে মানুষ মারা যায়।

আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক সনাতন বিশ্বাস জানান, নিহত তানিয়ার এবার এইচ এস সি পরীক্ষায় অংশ নেয়ার কথা। তবে সে কেনো কলেজের কথা বলে পিতার কাছে টাকা চেয়েছেন তা জানেন না। কলেজ শিক্ষার্থীদের কোন ধরণের ফি নির্ধারণ করা হয়নি বলে জানান।

(এমকে/এসপি/মে ২৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test