E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

ঝিনাইদহে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

২০২২ মে ২৬ ১৬:০৩:৪৪
ঝিনাইদহে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের সদর উপজেলার আড়মুখী জোয়ার্দার জালাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোমিন বিশ্বাসের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা যশোরের চেয়ারম্যান বরাবর একই বিদ্যালয়ের অভিভাবক সদস্য লিখিত অভিযোগ দিয়েছেন। সেখান থেকে জানা গেছে,উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ৮মে সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্য নির্বাচনের সময় উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: মোমিন বিশ্বাস নিজের ক্ষমতা বলে তার পছন্দের ব্যক্তি শিমুল হোসেন বিশ্বাস নামে এক ট্রাক ড্রাইভারের নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজিং কমিটি গঠন করেছে।

খোঁজ নিয়ে জানা যায়,ওই স্কুলে কয়েকটি শুন্যপদ রয়েছে। ওই পদগুলোর জন্য এখনো আনুষ্ঠানিক ভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। তবে প্রধান শিক্ষক কয়েকজন চাকুরী প্রত্যাশী প্রার্থীর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকুরী প্রত্যাশী জানান, আমি কয়েক মাস আগে হেড মাস্টারের কাছে আয়া পদের জন্য টাকা দিছি। কবে নিয়োগ ছাড়বে আল্লাহ ছাড়া কেউ জানেন না।

এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক মো: মোমিন বিশ্বাস সকল অভিযোগ অস্বীকার করে বলেন,চমি এমপির লোক যা জানার দরকার এমপি সাহেবর কাছ থেকে জানেন।

ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো: কামরুজ্জামান জানান,এখানে আমি নতুন এসেছি।বিষয়টি আমার জানা নেই।তবে এ বিষয়ে খোঁজ খবর নিবো।

(একে/এসপি/মে ২৬, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test