E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে ২ দিনব্যাপী জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা  

২০২২ মে ২৭ ১৮:৪১:৫২
গোপালগঞ্জে ২ দিনব্যাপী জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা  

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ২ দিনব্যাপী ৪১ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার প্রথম দিনে রোড ইনডুভিজিয়াল টাইম ট্রয়েল ইভেন্টে ছেলেদের মধ্যে চট্টগ্রামের  রফিকুল ইসলাম প্রথম, আনসারের আব্দুল্লাহ ২য়, তাম্মাদ বিন খায়ের ৩য়, মেয়েদের প্রতিযোগিতায়  সেনা বাহিনীর  সমাপ্তি বিশ্বাস অর্থি ১ম, আনসারের রাহেলা খাতুন ২য়, চট্টগ্রামের শবনম আকতার ৩য় হয়েছেন।

১০ হাজার মিটার স্কাচ পুরুষ রেসে আনসারের খোন্দকার মাহবুব হোসেন ১ম, আনসারের তরিকুল ইসলাম ২য়, বিজিবির সিরাজুল ইসলাম ৩য়, মেয়েদের মধ্যে আনসারের চিনমাই মারমা ১ম, তিথি বিশ্বাস ২য় ও সেনা বাহিনীর সুমিত্রা গাইন ৩য় স্থান অধিকার করেছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শহরের শেখ কামাল আর্ন্তাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ২৭ ও ২৮ মে দুই দিন ব্যাপি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গোপালগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে ৬টি সার্ভিস টিমসহ ছেলে ও মেয়েদের ১৯টি দল অংশগ্রহন করছে। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহেরুল আলম চৌধূরী সহ আরো অনেকে বক্তব্য রাখেন ।

(টিকেবি/এসপি/মে ২৭, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test