E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সড়ক বন্ধ করে ধান মাড়াই, খড় শুকানো, দুর্ঘটনার শঙ্কায় চালক ও যাত্রীরা

২০২২ মে ২৮ ১৪:১৭:১৪
সড়ক বন্ধ করে ধান মাড়াই, খড় শুকানো, দুর্ঘটনার শঙ্কায় চালক ও যাত্রীরা

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে সড়কে চলাচলকারী সিএনজি, ট্রাকসহ বিভিন্ন প্রকারের যানবাহন আটকিয়ে সরকারি সড়ক বন্ধ রেখে ধান মাড়াই, খড় শুকানো, ধান শুকানোর অভিযোগ পাওয়া গেছে কতিপয় কৃষকদের বিরুদ্ধে। মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সমশেরগঞ্জ-মৌলভীবাজার সড়কের রাতগাও নামক এলাকায় শনিবার (২৮ মে) সরেজমিন ঘুরে এ দৃশ্য চোখে পড়ে। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) এর নিয়ন্ত্রণাধিন একটি আঞ্চলিক সড়ক।

দেখা যায়, ওই ইউনিয়নের আটঘর নামক এলাকা থেকে সমশেরগঞ্জ পর্যন্ত সড়কটির পুরো অংশজুড়েই স্থানীয় কৃষকরা ধান মাড়াই থেকে শুরু করে খড় শুকানো,সড়কে ধান শুকিয়ে সেগুলো চটের বস্তায় ভরা,সবই করছেন সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

সড়কটি দিয়ে নিয়মিত চলাচল করেন এমন কয়েকজন গাড়ি চালকের সাথে কথা বলে জানা যায়, সরকারি সড়কটি বন্ধ করে স্থানীয় কৃষকরা মেশিনের সাহায্যে ধান মাড়াইয়ের কাজ করে আসছেন অনেকদিন যাবত। শুধু তাই নয়, সড়কটিতে চলাচলকারী যানবাহন আটকিয়ে চলে ধান মাড়াইয়ের কাজ। এগুলো দেখার যেন কেউ নেই। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত ওই সড়কটি দিয়ে এমন নৈরাজ্য চলে আসলেও কোন দৃশ্যমান ব্যবস্থা নেননি। অনেক সময় ধান মাড়াই ও খড় শুকানোর কারনে রাস্তা বন্ধ হয়ে যায়, আটকা পড়ে চলাচলকারী যানবাহন। পরবর্তীতে গাড়ি চালক ও যাত্রীদের অনুরোধে কৃষকরা গাড়ি চলাচলের সুযোগ করে দেন। গাড়ি চালকরা জানান, কোন প্রতিবাদও করা যায়না তাদের বিরুদ্ধে। গাড়ি চালাতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হলে তাঁরা অনেক সময় চালককে একা পেয়ে মারমুখি হয়ে উঠে। তাদের আশঙ্কা, এমন পরিস্থিতে রাস্তাজুড়ে খড় শুকানোর কারনে চলন্ত গাড়ির ইঞ্জিন প্রচন্ড গরম থাকায় খড় লেগে যেকোন সময় অগ্নি দুর্ঘটনাও ঘটতে পারে।

সিএনজি চালক কল্যাণ ব্যার্নাজি বলেন,যারা এই সড়কে গাড়ি চালান তারা যে কীরকম ঝুঁতিতে আছেন তা আর বলার অপেক্ষা রাখেনা। অনেক সময় সড়কজুড়ে খড় থাকায় ব্রেকফেল হয়ে গাড়ি উল্টে যায়, এতে ঘটছে দুর্ঘটনাও। তিনি জানান, স্থানীয় পরিবহন নেতাদেরও বিষয়টি গাড়ি চালকরা জানিয়েছেন, তবে কোন কাজ হয়নি।

জানতে চাইলে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন বলেন,রাস্তায় খড় শুকানো আমিও দেখেছি, বিষয়টি নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. আলমগীর হোসেন সড়কে ধান মাড়াই ও খড় শুকানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ওই বিষয়ে ব্যবস্থা নিতে গিয়ে আমাদের সুপারভাইজার ও সড়কের দ্বায়িত্বে থাকা কর্মীরা অনেক সময় হেনস্থার শিকার হয়েছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটাও কঠিন,আমরাতো আর লাটিসোঁঠা নিয়ে ব্যবস্থা নিতে পারিনা। তিনি আরও বলেন,আমি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সহায়তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

(একে/এএস/মে ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test