E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালুরঘাটে ট্রেনের ব্রেক ভ্যান লাইনচ্যুত

২০২২ মে ২৮ ১৪:২৪:৫৪
কালুরঘাটে ট্রেনের ব্রেক ভ্যান লাইনচ্যুত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত কালুরঘাট সেতুতে জ্বালানিবাহী ট্রেনের ব্রেক ভ্যান লাইনচ্যুত হয়েছে। এতে করে সেতুর দুই পাশে আটকা পড়েছে শত শত যান।

শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে রাত পৌনে ১টার দিকে ব্রেক ভ্যানটি উদ্ধারে ঘটনাস্থলে রেলের টুল ভ্যান পৌঁছেছে বলে জানিয়েছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পূর্ব) আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছেছে। আধা ঘণ্টার মধ্যে ব্রেক ভ্যানটি উদ্ধার সম্ভব হবে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দোহাজারি ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের ফার্নেস অয়েল নিয়ে যায় ট্যাংক ওয়াগনবাহী একটি ট্রেন। ফার্নেস অয়েল খালাস করে ফেরার পথে ট্রেনটির ব্রেক ভ্যান সেতুর ওপর লাইনচ্যুত হয়। এরপর ভ্যানটি সেতুর ওপর রেখে সামনের ওয়াগনগুলো নিয়ে গন্তব্যের দিকে চলে যায় ইঞ্জিন।

এদিকে ট্রেনের ব্রেক ভ্যানটি আটকে থাকার কারণে সেতুর দুই প্রান্তে যানবাহন আটকা পড়েছে। ফলে দুর্ভোগে পড়তে হয় লোকজনকে। অনেকে হেঁটে সেতু পার হন। আবার অনেকে গাড়ি ঘুরিয়ে শাহ আমানত সেতু হয়ে গন্তব্যের দিকে রওনা দেন।

(জেজে/এএস/মে ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test