E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে ৩৫ লক্ষ টাকার রুপা উদ্ধার, আটক ২

২০২২ মে ২৮ ১৮:৪০:৫৭
ফরিদপুরে ৩৫ লক্ষ টাকার রুপা উদ্ধার, আটক ২

দিলীপ চন্দ, ফরিদপুর : ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪২ কেজি রুপার অলঙ্কার উদ্ধার করেছে ফরিদপুর জেলা পুলিশ। এ সময় পাচারের সাথে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া এই অলঙ্কারের মূল্য ৩৫ লক্ষ টাকা।

শুক্রবার (২৭ মে) রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট লাহেড়ীপাড়ার একটি বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

অভিযানে পুলিশ লাহেড়ীপাড়ার বাসিন্দা হাফিজুল হক এর ছেলে কাজী মো. আসাদুজ্জামান ও আসলাম খাঁন এর ছেলে মো. সানি খাঁনকে আটক করেছে।

শনিবার (২৮ মে) দুপুরে এক প্রেস ব্রিফিং এ ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ডিবি পুলিশের একটি দল গতকাল রাতে অভিযান চালিয়ে ৪২ কেজি রুপাসহ দুই জনকে আটক করে। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা এসব অলঙ্কার দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত এই পাচারকারীরা। পাচারের সাথে জড়িত চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা অপর তিনজন পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এস আই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ (১) ধারায় এজাহার দায়ের করেছেন।

(ডিসি/এএস/মে ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test