E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাতিয়াতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১২

২০২২ মে ২৮ ২১:০৭:১৫
হাতিয়াতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১২

মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোরশেদের (ঘোড়া প্রতীক) গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ১২জন সমর্থক আহত হয়। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায় নি।

শনিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোরশেদ অভিযোগ করে বলেন, মার্কা পেয়ে এ প্রথম তিনি নিজ ইউনিয়নের হাতিয়া বাজারে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করতে যান। এ সময় নৌকার প্রার্থী আখতার হোসানের যোগসাজশে তাঁর সমর্থকরা বিকেল ৫টার দিকে মোটরসাইকেল শোডাউন হাতিয়া বাজারে পৌঁছলে শোডাউনের পিছনের অংশে হামলা চালায়। ওই হামলায় তাঁর ১২জন সমর্থক আহত হয় এবং সমর্থকদের ১০-১২টি মোটরসাইকেল ভাংচুর করে ৭টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় নৌকার প্রার্থীর সমর্থকরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হরণী ইউনিয়নের নৌকার প্রার্থী আখতার হোসাইন বলেন, এ হামলার সাথে তাঁর কোন সমর্থক জড়িত নেই। স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে সুবিধা নিতে তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অভিযোগ করছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আইইউএস/এএস/মে ২৮, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test