E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় আশা এনজিওর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এক সদস্যর!

২০২২ মে ২৯ ১৮:৫২:২৬
পাথরঘাটায় আশা এনজিওর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এক সদস্যর!

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া এনজিও আশা ব্রাঞ্চের ম্যানেজার ও মাঠকর্মীর বিরুদ্ধে সদস্যর সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার ও ঘুষ দাবীর অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার বেলা দশটার দিকে আশা পূরবী মহিলা কেন্দ্রের সদস্য মিতু রানির স্বামী মিল্টন গয়ালী আশা'র মাঠকর্মী আব্দুল কুদ্দুস মিয়ার মোটরবাইক আটকে দেয়। মিল্টন গয়ালি অভিযোগ করেন, এক সপ্তাহ আগে তার এক লক্ষ টাকার ঋণ শেষ হলে পুনরায় দেড় লাখ টাকার ঋণ প্রস্তাব করেন ওই কেন্দ্রের মাঠকর্মী বশির মিয়া। ঋণের প্রয়োজনে ষ্টাম ও চেক সহ যাবতীয় তথ্য পূরণ করেন মিল্টন। ষ্টাম/চেক সহ সবকিছু পূরণ করার পরে তাদেরকে ঋণ না দিয়ে টালবাহানা করে বলে মিল্টন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

পরে ঘন্টা দুয়েক আটকে রেখে ওই কেন্দ্রের সদস্যরা মোটরবাইকটি যদিও ছেড়ে দেন ।

কেন এই তালবাহানা এ বিষয়ে মিল্টন জানান,দেড় লাখ টাকার ঋণে তার কাছে ১০ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছে।

এ বিষয়ে আশার ব্রাঞ্চ ম্যানেজার মো. রেজাউল বলেন,আশা কখনও ঘুষ নেয়না। সদস্যার বদলে তার স্বামীর নামে ষ্টাম হওয়ায় তাকে বলেছি একটু দেরী হবে।

এদিকে মাঠকর্মী মো: বসিরের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি সরাসরি বলেন মিল্টনকে লোন দেয়া যাবে না।

এ বিষয়ে আশা'র রিজিওনাল ম্যানেজার বলেন, আমাদের মাঠকর্মী এবং ম্যানেজারকে মিল্টন হুমকি দিয়েছে এবং নানান দুর্ব্যবহার করেছে এইটুকু আমি জানতে পেরেছি।

(এটি/এসপি/মে ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test