E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদের সভাপতি লায়েছ, সম্পাদক হিমেল

২০২২ মে ৩০ ১৬:২৭:৫০
কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদের সভাপতি লায়েছ, সম্পাদক হিমেল

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ২০১৫ সালে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন “কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদ” এর ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের জন্য কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে এমএ লায়েছ ও সাধারণ সম্পাদক হিসেবে সামসু উদ্দিন হিমেল’কে নির্বাচিত করা হয়েছে।

গত (২৮ মে) শনিবার বাদ মাগরিব কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের নিচ তলায় অবস্থিত অত্র সংগঠনের কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট্য জুরি ভোটের মাধ্যমে তাদের নাম ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি মো. শহিদুল্লাহ।

এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আব্দুল্লাহ আল মামুন এর নামও ঘোষণা করা হয়। নব-নির্বাচিত সভাপতি এমএ লায়েছ বলেন, পরপর দুইবার অত্র সংগঠনের সাধারণ সম্পাদকের পর এবার সভাপতি নির্বাচিত করায় অত্র সংগঠনের সকল সদস্য ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যেহেতু আমাকে এই পদটি দেয়া হয়েছে আমি অবশ্যই অত্র সংগঠনের ইজ্জত ও সম্মান রাখবো।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সামসু উদ্দিন হিমেল বলেন, আমি অবশ্যই সংগঠন প্রিয় মানুষ। আগে যারা এই দায়িত্বে ছিলো তাদের পরামর্শ ও আদর্শ অনুযায়ী সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ধর্মীয় ও ক্রীড়া ক্ষেত্রে অত্র সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময়, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, অত্র সংগঠনের সাবেক সহ-সভাপতি মো. ময়েজ উদ্দিন খান, সৈয়দ মো. জাকারিয়া, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান, মো. আনিছুর রহমান তৌহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল আলম রাশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সায়েম ভূঞা, সাবেক অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাবেক সহ-অর্থ সম্পাদক প্রদীপ কুমার সরকার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শরিফ উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান বাদল, সাবেক শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক আবুল হাশেম, সহ-ক্রীড়া সম্পাদক উবায়দুল্লাহ সুজন, মহিলা সম্পাদক মাহমুদা মেরাজসহ আমন্ত্রিত অতিথি ও নতুন সদস্য এবং সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ধর্মীয় ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্থানীয়দের কাছে প্রশংসনীয় হয়ে উঠছেন।

(এস/এসপি/মে ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test