E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের ঋণ ও বিনিয়োগ বিতরণ বিষয়ক কর্মশালা

২০২২ মে ৩০ ১৭:৫০:২২
ঝিনাইদহে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের ঋণ ও বিনিয়োগ বিতরণ বিষয়ক কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি : সিএমএসএমই নারী উদ্যোক্তাদের ঋণ ও বিনিয়োগ বিতরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) শিশু একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করেন ঝিনাইদহ ব্যাংক এশিয়া। এতে সভাপতিত্ব করেন সিএমএসএমইর ব্যাংক এশিয়া ঢাকা কর্পোরেট অফিসের এফভিপি ইফতেখার আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা বিভাগের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক শেখ শাহরিয়ার রহমান, ঝিনাইদহ অগ্রণী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মানস কুমার পাল, ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হোসেন ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক মো. সাইফুর রহমান প্রমুখ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, নাসীবের সভাপতি মো. আকরাম হোসেন, বিসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসসহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তাগণ। পরে ৭জন নারী উদ্যোক্তাদের মাঝে ব্যাংক এশিয়া ৯লাখ ৯০হাজার টাকা,অগ্রনী ব্যাংক ৮০লাখ টাকা, ব্র্যাক ব্যাংক ২০ লাখ টাকা, ইসলামী ব্যাংক ২৫ লাখ টাকা ও এবি এ ব্যাংক লিমিটেড ৩ লাখ টাকা ঋণ বিতরণ করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা।

বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের স্বনির্ভর করতে আগামীতে বৃহৎ পরিসরে সকল ব্যাংকগুলো ঋণের আওতায় আনা হবে এবং নারী উদ্যোক্তাসহ সিএমএসএমই ঋণ গ্রাহক, কৃষি ঋণ গ্রাহকসহ সকলকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হবে।

(একে/এএস/মে ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test