E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ বাড়ি ভাংচুর লুটপাট 

২০২২ মে ৩০ ১৭:৫১:৫০
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ বাড়ি ভাংচুর লুটপাট 

শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৮টার  দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে ১২নং নিত্যানন্দপুর ইউনিয়নের বুরামারা গ্রামে। এ সময় ২০ টিবাড়িতে ও তিনটি দোকানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায় দূর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বুরামারা , শাহাবাজপুর ও শেখরা গ্রামে বতর্মান চেয়ারম্যান মফিজ সমর্থক ও সাবেক চেয়ারম্যান ফারুক সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। বেশ কিছুদিন যাবৎ মফিজ সমর্থকেরা ফারুক সমর্থকদের, ফারুকের পক্ষত্যাগ করার জন্য তাদের উপর চাপ প্রয়োগ করে আসছে। এ ঘটনারই ধারাবাহিকতায় রবিবার রাতে ২০টি বাড়ি ও ৩টি দাকানে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটায়।

বর্তমান চেয়ারম্যান মফিজ জানান তার সমর্থকদের উপর নির্বাচনের পর থেকেই সাবেক চেয়ারম্যান ফারুকের সমর্থকেরা দফায় দফায় বাড়ী ঘরে হামলা ও ভাংচুর চালায়। মাঝে মধ্যে তার সমর্থকরা এর প্রতিবাদ করে ও হামলার ঘটনায় মামলা দায়ের করলেও একের পর এক হামলার ঘটনা ঘটছে তারই ধারাবাহিকতায় গতকাল এ হামলার ঘটনা ঘটে।

এদিকে পরাজিত বিদ্রোহী প্রার্থী ফারুক জানান নৌকা প্রতিকের প্রার্থী বিজয় লাভের পর তার সমর্থকদের মাঠে,হাটে,বাজারে যেখানেই পায় নৌকা সমর্থকেরা আক্রমন করে এমনকি গত শুক্রবার সকালে তার বেশকিছু সমর্থকের বাড়ী ঘরে হামলা চালানো হয় এবং গতকাল মামুদ,কাছেদ ও কালু নামের তার ৩জন সমর্থককে মাঠ থেকে ফসলের ক্ষেতে কাজ করার সময় প্রতিপক্ষরা মারধর করে তাড়িয়ে দেয় এবং পল্লী চিকিৎসক ফারুককে রাতের খাবার খাওয়ার সময় মারধর করে এমনকি তার খাবার প্লেটও ফেলে দেয়া হয় ।

এ খবর এলাকায় ছড়িয়ে পরলে উত্তেজিত এলাকাবাসী ঢাল সড়কি রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে বোরামাড়া গ্রামের আহাম্মদ আলী জোয়াদ্দার, ফজলু জোয়াদ্দার, জোয়াদ আলী, ইমাান আলী, শের আলী, তোহা জোয়াদ্দার, ইউসুফ, দিয়ানত বিশ্বাস, তোজাম বিশ্বাস, আব্দুর রশিদ, লতিফ ও বুলু বিম্বাসসহ ২০ জনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা সহ মালামাল লুটপাটের ঘটনা ঘটে। বর্তমানে গ্রামের জনসাধারন পুনরায় হামলার আতঙ্কে আছে এবং বাড়ীর গবাদি পশু ও মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । বর্ত গ্রামে পুনশৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনূল ইসলাম জানান বুরামারা গ্রামে হামলার খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে এলাকা শান্ত আছে ও টহল অব্যাহত রয়েছে । তবে কোনপক্ষই অভিযোগ নিয়ে থানায় আসেননি বলে জানান। অভিযোগ পেলে মামলা গ্রহন পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

এদিকে রাজনৈতিক, সামাজিক প্রভাব ও তুচ্ছ ঘটনায় গত ৩ দিনের ব্যবধানে ৪৫টি বাড়িঘর ভাংচুরসহ ৪ব্যক্তি প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে। বর্তমানে শৈলকুপা উপজেলার আইনশৃংখলার অবস্থা চরম অবনতি দেখা দিয়েছে।

(এসআই/এসপি/মে ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test