E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাতিয়ায় কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

২০২২ জুন ০১ ১৪:২৮:০৩
হাতিয়ায় কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে নৌ-পুলিশ। বুধবার সকালে উপজেলার নলচিরা ঘাটে এনে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে হাতিয়ার হরনী ইউনিয়নের চতলা ঘাট, মৌলভীরচর ও সাদ্দাম বাজার ঘাটের পাশে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে নৌ-পুলিশের একটি টিম। এসময় জেলেদের ব্যবহার করা ১ লাখ ৮০ হাজার মিটার চরঘেরা জাল, ১০টি বেহুন্দী ও ৮টি মশারী জাল জব্দ করা হয়। মশরী জাল দিয়ে জেলেরা চিংড়ি মাছের পোনা শিকার করে থাকে। নৌ-পুলিশের উপস্থিতি দেখে নদীতে এসব জাল পাতানো অবস্থায় রেখে জেলেরা পালিয়ে যায়। পরে নদীর তীরে জেলেদের অস্থায়ী জুপড়ি ঘরে তল্লাশী করে ১ লাখ ২৫ হাজার পিচ চিংড়ি মাছের পোনা পাওয়া যায়। এসব পোনা নদীতে অবমুক্ত করে দেওয়া হয়।

জব্দ করা এসব জাল উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। স্থানীয় জেলেদের ভাষ্যমতে জব্দ করা এসব জাল ও চিংড়ি পোনার বাজার মূল্য হবে প্রায় কোটি টাকা।

এব্যাপারে হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, নদীতে যে কোন অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে আমাদের অভিযান চলমান। প্রতিদিন সকালে ও বিকালে নৌ-পুলিশের দুইটি টিম ভিন্ন ভিন্ন ভাবে নদীতে টহল দিয়ে থাকে।

(আইইউএস/এএস/ জুন ০১, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test