E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সীমান্ত হত্যা বন্ধে একমত বিজিবি-বিএসএফ

২০২২ জুন ০২ ১৮:৫৯:০২
সীমান্ত হত্যা বন্ধে একমত বিজিবি-বিএসএফ

স্টাফ রিপোর্টার : সীমান্ত হত্যা, মাদক পাচার বন্ধসহ বেশ কয়েকটি বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানরোধসহ অমীমাংসিত সীমান্ত সমস্যা সমাধানে দুই বাহিনী পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সিলেটে চারদিনের সীমান্ত সম্মেলন শেষে বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে এই প্রতিশ্রুতির কথা জানানো হয়েছে। গত ৩০ মে শুরু হয়ে বৃহস্পতিবার এই সম্মেলন শেষ হয়।

সম্মেলনে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এতে সরাইল, চট্টগ্রাম, কক্সবাজার রিজিয়ন এবং ময়মনসিংহ সেক্টর বিজিবির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় পক্ষে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল সুমিত শরণের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এতে বিএসএফের মেঘালয়, মিজোরাম, কাচার এবং ত্রিপুরা ফ্রন্টিয়ারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।

সম্মেলনে বিজিবি কর্মকর্তারা সীমান্ত হত্যা, বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হামলা, মাদক পাচার, ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, ভারত দিয়ে জোর করে বাস্তুচ্যূত মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে বিএসএফকে অনুরোধ জানান।

এছাড়া দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়গুলোও উত্থাপন করা হয়। এর মধ্যে কসবা রেলওয়ে লিংক প্রজেক্টের কাজ পুনরায় শুরু ও যৌথ নদী কমিশন অনুমোদিত বাংলাদেশ অংশের নদী শাসন সংক্রান্ত কাজে বিএসএফের বাধা অপসারণ বিষয়ে আলোচনা হয়। বিদ্যমান অন্যান্য সীমান্ত ইস্যুগুলোর বিষয়েও একযোগে কাজ এবং পারস্পারিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়েও একমত হন দুই দেশের কর্মকর্তারা।

বিজিবির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সীমান্ত হত্যা ও মাদক পাচার বন্ধে উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মিলিত জোরালো পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করে বিএসএফ। এছাড়া ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ বন্ধে উভয় বাহিনী নিজ নিজ দেশের আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্মেলনে বিএসএফও তাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা তুলে ধরে। এর মধ্যে ছিল- বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ এবং বিএসএফ ও ভারতীয় নাগরিকদের ওপর হামলা, মাদক, গরু ও বিভিন্ন ধরনের চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। এছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ ও বিভিন্ন সীমান্ত স্থাপনা নির্মাণ ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়টিও তুলে ধরে বিএসএফ।


জবাবে বিজিবি সীমান্ত হত্যা বন্ধে ভারতে কোনো বাংলাদেশি অনুপ্রবেশ করলে তার বিরুদ্ধে বিদ্যমান সীমান্ত আইন ও নিজ নিজ দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। এছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া, বিদ্যমান বিধিবিধান ও বাংলাদেশ সরকার অনুমোদিত নকশা অনুসরণ করে প্রস্তাবনা পাঠানোর ওপর বিজিবি গুরুত্বারোপ করে।

উত্থাপিত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী বিদ্যমান আইন ও বিধিবিধান অনুসরণ করে সব বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধে অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে (যদি বিএসএফ কর্তৃক এ ধরনের কাউকে পাওয়া যায় বা গ্রেফতার করা হয়) বিদ্যমান সীমান্ত আইন ও বিধিবিধান ও নিজ নিজ দেশের আইন অনুযায়ী কার্যকরী ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সীমান্ত হত্যা সর্বতোভাবে পরিহার করার জন্য বিএসএফকে বিশেষভাবে অনুরোধ করা হয়।

মাদক পাচার, উভয় দেশের নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও চোরাচালান দমন সংক্রান্ত সব বিষয়েও একযোগে কাজ করা এবং গরু চোরাকারবারীদের প্রতিহত করতে নিয়মিত তথ্য আদানপ্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

(ওএস/এএস/জুন ০২, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test