E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরে বাংলার ৫২ তম মৃত্যুবার্ষিকী রবিবার

২০১৪ এপ্রিল ২৭ ১০:১৩:২৩
শেরে বাংলার ৫২ তম মৃত্যুবার্ষিকী রবিবার

স্টাফ রিপোর্টার : শেরে বাংলা ফজলুল হক একটি অবিস্মরণীয় নাম, এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদের নেতা ও অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। রবিবার শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫২তম মৃত্যুবার্ষিকী।

১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালের (তৎকালীন বাকেরগঞ্জ) সাটুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

রাজনীতিতে 'শেরে বাংলা', 'হক সাহেব' আবার কখনো 'বাংলার বাঘ' নামে পরিচিত এই নেতা। বাঙ্গালি মুসলিম সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় শেরে বাংলা। তিনি ছিলেন শোষিত ও বঞ্চিত জনগণের অতি আপনজন। শেরে বাংলা ফজলুল হকই প্রথম বাঙালি হিসেবে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী হওয়ার রাজনৈতিক গৌরব অর্জনে সক্ষম হয়েছিলেন।

এ অঞ্চলের মানুষের শিক্ষা, রাজনীতি, সমাজ সংস্কার ইত্যাদি ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন শেরে বাংলা। বাংলার শোষিত ও নির্যাতিত কৃষকসমাজকে ঋণের বেড়াজাল থেকে মুক্তির লক্ষ্যে তার উদ্যোগে গঠিত ‘ঋণ সালিশী বোর্ড’ সর্বমহলে আজো প্রশংসিত।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

মৃত্যুবার্ষিকীতে শেরেবাংলার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শেরেবাংলা এদেশের কৃষকদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সারাজীবন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের ফলেই দেশে প্রজাস্বত্ব প্রতিষ্ঠিত হয়। বাঙালি কৃষকসমাজ সামন্তদের শোষণ থেকে মুক্ত হয়।


রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শেরেবাংলা উপমহাদেশের এক অসাধারণ রাজনৈতিক নেতা। এ দেশের কৃষক শ্রমিক তথা মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়নে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। এ কে ফজলুল হকের অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

খালেদা জিয়া এক বাণীতে বলেন, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিকতাবোধ সৃষ্টিতে তার অসামান্য অবদানের কথা এদেশের মানুষের মন থেকে কোনদিনই বিস্মৃত হবে না। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এছাড়াও শেরে বাংলার স্মৃতি বিজড়িত বাড়ি বরিশালের চাখারে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে।

(ওএস/জেএ/এপ্রিল ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test