E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঐতিহাসিক ৬ দফা দিবস স্মরণে অনশন কর্মসূচি নিয়ে কিছু কথা

২০২২ জুন ০৩ ১৫:১৪:১৮
ঐতিহাসিক ৬ দফা দিবস স্মরণে অনশন কর্মসূচি নিয়ে কিছু কথা

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস স্মরণে কয়েকটি বিষয়ের প্রতিবাদ জানাতে অনশন ধর্মঘট করতে চাই। ওই দিন সকাল থেকে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে বসে প্রতিবাদ জানাত চাই। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করতে চাই। এর মধ্যে দিয়ে এই বার্তাটি দিতে চাই। নীলফামারীতে প্রেসক্লাবের নামে যা কিছু হচ্ছে তা কোন অবস্থাতেই সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট নয়। এদের এই তৎপরতা কোন অবস্থাতে চলতে দেওয়ার আর কোনই সুযোগ নাই। কাল বিলম্ব না করে প্রেসক্লাবের সকল কর্মকান্ড প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করে দিতে হবে। সমাজবিরোধী দুর্বৃত্তদের স্বার্থরক্ষার প্রেসক্লাব বন্ধ করে দিতে হবে।

বছরের পর বছর, যুগের পর যুগ ধরে শহরের কালিবাড়ি মোড়ে যে স্থানে স্কুল কার্যক্রম চলেছে, সেই স্কুল কার্যক্রম পুনরায় চালুর প্রক্রিয়ায় অংশ না নিয়ে, স্কুলের বিষয়ে কোন তথ্য না দিয়ে প্রশাসনকে ভুল বুঝিয়ে নীলফামারী শহরের কালিবাড়ি মোড়ে প্রেসক্লাব বানানো হচ্ছে! অথত দীর্ঘদিন অবহেলা আর অযত্নে পড়ে থাকা স্কুলটি পুনরায় চালু পক্ষে অবস্থান নেওয়ায় একজন বীর মুক্তিযোদ্ধাকে নিতে হয়েছে ‘অবৈধ দখল’-এর তকমা।

নীলফামারী শহরের কালিবাড়ি মোড়ে পরিবার-পরিজন নিয়ে ১৯৭২ সাল থেকে বসবাস করেন বীর মুক্তিযোদ্ধা্ আবু হাসান মোঃ ইলিয়াস। তাঁর বড় ছেলে সাংবাদিক রতন সরকার রংপুরে সময় টিভির ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক এবং নীলফামারী জেলা প্রেসক্লাবের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন, মেজ ছেলে পৌর আওয়ামী লীগের নেতা, ছোট ছেলে সাংবাদিক ওয়াজেদুর রহমান কনক। তাঁদের বাড়ির উঠানে একটি কিন্ডারগার্টেন স্কুল দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করেছে। ২০১৬ সালে ভঙ্গুর অবকাঠামোর কারণে স্কুল কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্কুল চালুর বিষয়ে বীর মুক্তিযোদ্ধার পরিবার থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেওয়ার পরও তৎকালীন স্কুল কর্তৃপক্ষ স্কুল চালু করেনি। যতদিন পর্যন্ত স্কুল কার্যক্রম চালু ছিল মুক্তিযোদ্ধার পরিবার থেকে সে জমির দাবী করা হয়নি। তারা চেয়েছে স্কুলটি যেন চালু থাকে।

স্কুল চালু না হলেও ২০১৬ থেকে ২০২১ সালের ১৬ মার্চ পর্যন্ত বিভিন্ন শিক্ষামূলক কর্মকান্ড, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড স্কুলটিতে পরিচালিত হয়েছে, এ যেন স্কুল না হলেও স্কুলের মতোই একটা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত শিশু শিক্ষার্থীর কোমল পদচারণায় মুখর হয়েছে এই স্কুল প্রাঙ্গণ। কেউ খেলাধূলা করছে, কেউ ছবি আঁকা শিখছে, কেউ গান শিখছে, কেউ নাচ শিখছে। করোনাকালে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এই স্কুলটিতেও সব ধরণের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই জামায়াত মনোভাবাপন্ন কিছু সাংবাদিক প্রথম দিকে তাদের ব্যাক্তিগত অফিস বানানোর চেষ্টা করে বিফল হয়ে পরবর্তীতে প্রেসক্লাবকে সামনে এনে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে থাকে এখানে প্রেসক্লাবের অফিস স্থাপনের জন্য।

এই তৎপরতার মধ্য দিয়ে প্রেসক্লাবের নামে স্বঘোষিত মাফিয়া চক্রটি না দেখেছে সাংবাদিকদের স্বার্থ আর না দেখেছে একজন বীর মুক্তিযোদ্ধার সন্মান। শিশুদের এই স্কুলটির প্রতি নজর লেগেছে এইসব শিশু বলৎকারী ও তাদের স্বার্থরক্ষায় গঠিত প্রেসক্লাবের। সাংবাদিকতার নামে পার পেয়ে যাওয়া এক শ্রেণির শিশু বলৎকারীদের প্রেসক্লাব এটি। শিশু বলৎকার করে এক সময় পার পেয়ে যাওয়ায় এখন গড্ডান উঁচু করার সাহস দেখাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের স্বার্থ তারা আমলে আনছে না।

প্রথম দাবী, কাল বিলম্ব না করে কালিবাড়ি মোড় থেকে প্রেসক্লাব সরিয়ে নিতে হবে।

দ্বিতীয়ত, প্রেসক্লাবের সকল কর্মকান্ড বন্ধ করে দিতে হবে।

তৃতীয়ত, গত এক বছরের প্রেসক্লাবের আয়-ব্যয়ের বিবরণ প্রকাশ করতে হবে ।

চতুর্থত, প্রেসক্লাবের সকলের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে হবে । সাংবাদিক নিগ্রহ বন্ধ করতে হবে ।

পঞ্চমত, ঐক্যবদ্ধ প্রেসক্লাব গড়তে নির্বাচনের আয়োজন করতে হবে।

ষষ্ঠ্যত, স্বাধীনতাবিরোধী পরিবারের লোকজনের প্রেসক্লাবের সদস্য পদ বাতিল করতে হবে।

ঐতিহাসিক ৬ দফা দিবসে ৬ দফা দাবি আদায় আগামী ৭ জুনের ‘প্রতিবাদী অনশন ধর্মঘট’ সফল হোক ।

(ওকে/এসপি/জুন ০৩, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test