E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটায় সীউইড মেলার উদ্ধোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

২০২২ জুন ০৩ ১৬:২৬:১৩
কুয়াকাটায় সীউইড মেলার উদ্ধোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কলাপাড়া প্রতিনিধি : সমুদ্রগামী জেলেদের বিকল্প কর্ম সংস্থানের লক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় প্রথমবারের মতো সীউইড মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটা পর্যটন মোটেল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্ধোধণ করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের মহা পরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে উদ্ধোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ মাহবুবুল হক, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব তাহিফুল আরিফ।

আলোচনা করেন, কলাপাড়া উপজেলা চেয়াররম্যান এস এম রাকিবুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. মো. সাজেদুল হক, প্রফেসর মো. লোকমান প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, সীউইড সামুদ্রিক খাদ্য হিসেবে বর্তমান বিশ্বে এর চাহিদা বাড়ছে। কুয়াকাটায় সমুদ্রে এর চাষাবাদ হলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন এখান জেলেরা। সমুদ্রে অবরোধ চলাকালীন সীউইড চাষ করে জেলেরা আর্থিকভাবে লাভবান হতে পারবে।

দেশে এর প্রসার বাড়াতে ২০১৩ সাল থেকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউট এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র সীউইড নিয়ে গবেষণা করে সফল হয়েছে। ইতিমধ্যে ছয় প্রজাতির সীউইড তারা উদ্ভাবন করেছে। যা সামুদ্রিক অর্থনীতিতে বাংলাদেশের বড় সাফল্য।

এর আগে প্রধানমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে সীউইড মেলার আনুষ্ঠানিক উদ্ধোধণ করেন এবং মেলার ষ্টল ঘুরে দেখেন। এসময় অতিথিদের সীউইড দিয়ে তৈরি বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।

(এমকেআর/এসপি/জুন ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test