E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

২০২২ জুন ০৫ ১৫:২২:৪৭
পাথরঘাটায় শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় বোরকা পড়া নিষিদ্ধ করেছেন স্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম। ফেসবুকে এমন মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দেয়ার প্রতিবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১ টার সময় তাদের স্কুল ক্যাম্পাসে প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

দশম শ্রেণীর ছাত্রী আফরিন জাহান তন্বী জানান, শুক্রবার রাতে ইমন গাজী বাইক লাভার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেয়া হয়। এতে বিভিন্ন লোকজনের নানা ধরনের কমেন্টস করে প্রধান শিক্ষক ও স্কুলের বিরুদ্ধে। তাতে ইস্কুলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। ফেসবুকের ওই আইডি ব্যবহারকারীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা জানান, ২০২২ সালের সারাদেশের শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরগুনা জেলায় তিনি সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং ২০১৬ সালে এই জেলায় পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেন। এজন্য কিছু কুচক্রী মহল স্কুলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে তিনি পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান জানান, বিষয়টি আমাকে জানানো হয়েছে, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম আইনি ব্যবস্থা নিলে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান।

(এটি/এসপি/জুন ০৫, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test