E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নীলফামারী বঙ্গবন্ধু পরিষদের বিক্ষোভ

২০২২ জুন ০৫ ১৮:৪৪:৫৬
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নীলফামারী বঙ্গবন্ধু পরিষদের বিক্ষোভ

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা বঙ্গবন্ধু পরিষদ। রবিবার দুপুরে শহরের স্বাধীনতা অম্লান চত্ত্বরে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের সভাপতিত্বে এসময় বিক্ষোভ সমাবশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এ্যাডভোকেট জামিল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল লতিফ সরকার।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান,সদর উপজেলা পরিষদের চেয়ার্ম্যান শহিদ মাহমুদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জুবেদ আলী রনি, দপ্তর সম্পাদক ওয়াজেদুর রহমান কনক, রেভারেন্ট অতুল রায় প্রমুখ । সমাবেশে প্রধান অতিথি নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, তাদের হাতে ৭৫-এর হাতিয়ার থাকতে পারে, আমাদের হাতে আছে মুক্তিযুদ্ধের হাতিয়ার, একাত্তরের হাতিয়ার বাংলাদেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছিল । জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বিরামহীন গতিতে, অসাধারণ গতিতে । যে গতি সারা বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছে। সারা বিশ্ব আজ বাংলাদেশকে দেখছে অবাক বিষ্ময়ে, শ্রীলংকা আজ দেউলিয়া হয়ে গেছে, পাকিস্থান দেউলিয়া হওয়ার পথে! নেপালে সংকট, আফগানিস্থানে সংকট-শুধু সংকট নাই বাংলাদেশে। বিএনপি-জামায়াত চক্র কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে।

সদর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এ্যাডভোকেট জামিল আহমেদ তার বক্তৃতায় উন্নয়নের ধারা অব্যাহত রেখে বিএনপি-জামায়াতকে রুখে দাঁড়ানোর আহবান জানান।

জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি একেএম আমিনুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি-জামায়াত-শিবির চক্র যে হুঙ্কার দিয়েছে তারা বলেছে ‘৭৫-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, এই নির্বাচনকে আবার প্রশ্নবিদ্ধ করার জন্য আবারো সেই সন্ত্রাসের পথ অবলম্বর করতে শুরু করেছে এই স্বাধীনতাবিরোধী চক্র।

জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জুয়েল তার বক্তৃতায় বলেন ফখরুল ইসলাম বার বার হুঁশিয়ার করছেন, ’আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে পালাবার পথ পাবে না’ । এটা বাংলার ১৭ কোটি জনগণ বিশ্বাস অর্জন করেছে এই সন্ত্রাসী দল, যারা একাত্তরে ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, দুই লক্ষ মা-বোনের ইজ্জত নিয়েছে, যারা ৭৫’র ১৫ আগষ্ট পিতা মুজিবসহ অনেকেই হত্যা করেছিল, যারা ২১ আগষ্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালিয়ে ২২জন নেতা-কর্মীকে হ্ত্যা করেছে, তারা সন্ত্রাসের রাজনীতি করে, তারা জঙ্গীবাদকে প্রশ্রয় দেয়। তারা হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীকে হত্যা করেছে। আওয়ামী লীগকে কখনো দাবানোর নয়, সন্ত্রাসী কায়দায় যতই হত্যা করা হোক না কেন ! যতই রগ কাঁটা হোক না কেন, আওয়ামী লীগ যতদিন থাকবে বাংলাদেশ থেকে হত্যার রাজনীতি বিতাড়িত করবে।

(ওআরকে/এএস/জুন ০৫, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test