E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একটি ব্রীজের অভাবে ৫০ গ্রামের মানুষের দুর্ভোগ!

২০২২ জুন ০৬ ১৬:২৯:২১
একটি ব্রীজের অভাবে ৫০ গ্রামের মানুষের দুর্ভোগ!

শেখ ইমন, শৈলকুপা : এক সময় নদী কেন্দ্রিক ব্যবসার বন্দর ছিল নাগিরাট বাজার। নদীর নাব্যতা সংকট ও একটি ব্রীজের অভাবে এ বাজার তার যৌবন হারিয়েছে। ব্রীজ নির্মাণ এখন এলাকার জনগনের দীর্ঘদিনের দাবী। যেখানে একটি ব্রীজের অভাবে ৫০ গ্রামের মানুষের দূর্ভোগ দেখা দিয়েছে। ব্রীজটি নির্মাণ হলে এলাকার অর্থনৈতিক উন্নয়নসহ জনগনের দূর্ভোগ কমবে বলে এলাকাবাসীর দাবী।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাগিরাট বাজার। এই বাজারে বর্তমানে একটি খেয়া ঘাট রয়েছে। বর্ষা মৌসুমে পানিতে পরিপূর্ন হলে খেয়া ছাড়া পার হবার কোন উপায় থাকেনা। আর শুকনা মৌসুমে বাঁশের সাকো থাকে পার হবার জন্য। এই ঘাট দিয়ে স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার লোকজন পার হয়। ইতিপূর্বে এই ঘাট দিয়ে খেয়া নৌকা পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিকবার। জনসাধারণের মালামাল নিয়ে পার হতে হিসশিম খেতে হয়। রীতিমত সাধারণ মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘাটে ব্রীজ না থাকায় ।

উত্তরেরমাধবপুর, দোহানাগিরহাট, শিতালী, দলিলপুর, আওদা, কমলনগর, বগুড়া, লাঙ্গলবাঁধ, নন্দিরগাতি, ধাওড়া, ধলহরা, বড়িয়া, ছাঁইভাঙ্গা, কুশবাড়িয়া, পাইকপাড়াসহ আরো বেশ কিছু গ্রাম এবং দক্ষিণের রয়েড়া, আড়য়াকান্দি, ভান্ডারীপাড়া, বকশীপুর, শেখড়া, গোপালপুর,বাগুটিয়া,নাকোইল, ফলিয়া, রঘুনন্দনপুর, আশুরহাট, মনোহরপুর, দামুকদিয়া, নিত্যানন্দপুর, সাবাসপুর, হাটফাজিলপুরসহ প্রায় ৫০ গ্রামের লোকজন পার হয়।

ব্রীজ না থাকায় উপজেলা শহরে পন্য পরিবহন ব্যয় বেড়েছে। ১ মণ মালামাল বাজারজাত করতে পরিবহন খরচ হয় ৫০-৬০ টাকা। অথচ ব্রীজ হলে তা ২০ টাকায় বাজারজাত সম্ভব বলে মনে করে ভুক্তভোগীরা।

নাগিরাট গ্রামের নজরুল ইসলাম বলেন, কৃষি অধ্যুষিত ৪০-৫০ এলাকার লোকজন চলাফেরা করে এই ঘাট দিয়ে, তাই জরুরী হয়ে পড়েছে নাগিরাট ঘাটে একটি ব্রীজ।

মাধবপুর গ্রামের ডা: মাসুদ ও তাপস বলেন, নাগিরাট বাজারে একটি ব্রীজ এখন সময়ের দাবী। এখানে একটি ব্রীজ হলে অবহেলিত ৪০-৫০ গ্রামের মানুষ উপকৃত হবে সেইসাথে এলাকার উন্নয়ন হবে।

বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল বলেন, নাগিরাট ঘাটে একটা ব্রীজ এখন সময়ের দাবী। এখানে একটি ব্রীজ হলে এলাকার মানুষের দূর্ভোগ লাঘব হবে। তাই মানুষের দূর্ভোগ ও এলাকার উন্নয়নের কথা বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি জানাবো যেন অতিদ্রুত ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

(এসআই/এসপি/জুন ০৬, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test