E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সীতাকুণ্ড ট্রাজেডি

শেরপুরে ফায়ার ফাইটার রনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২০২২ জুন ০৭ ১৭:৪৪:৪৫
শেরপুরে ফায়ার ফাইটার রনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সোহেল রানা, শেরপুর : চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার ফাইটার রমজানুল ইসলাম রনির জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট এলাকায় সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকালে রনির লাশ পৌঁছলে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলিতে নেতৃত্ব প্রদান করেন। পরে তার লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাযের দায়িত্বে ছিলেন রনির চাচা মুফতি নজরুল ইসলাম আজাদী। জানাজায় রনির আত্মীয় স্বজনসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নিহত ফায়ারফাইটার রমজানুল ইসলাম রনির বাবা মো. আক্রাম হোসেন আঙ্গুর মিয়া বিচারাধীন একটি হত্যা মামলায় জেলহাজতে থেকে অন্তবর্তীকালীন জামিন পেয়ে জানাযায় শরীক হয়েছেন এতে তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ।

উল্লেখ্য, গত শনিবার রাতে চট্টগ্রামের শীতলপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে অন্য সহকর্মীদের সঙ্গে আগুন নেভাতে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন সীতাকুণ্ড দমকল বিভাগে কর্মরত শেরপুরের ছেলে ফায়ারফাইটার রমজানুল ইসলাম রনি। রবিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার স্ত্রী ও সহকর্মীরা তার লাশ শনাক্ত করেন। পরে তার লাশ আজ সকাল সাড়ে ৬টায় শেরপুরে তার নিজ এলাকায় পৌঁছে। এসময় রনির মা কামরুন্নাহার বেগম, চাচা আবুল কাশেম, ছোট ভাই তারিকুল ইসলাম ও রনির স্ত্রী রূপা আক্তার সাথে থেকে লাশ নিয়ে আসেন।

(এসআর/এসপি/জুন ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test