E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে হৃদি রাইস মিল মালিককে অর্থদণ্ড

২০২২ জুন ০৮ ১৭:০২:৫১
জামালপুরে হৃদি রাইস মিল মালিককে অর্থদণ্ড

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরের বিসিক শিল্পনগরীতে মেসার্স হৃদি অটো রাইস মিলস মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কৃষিপণ্য বিপণনের লাইসেন্স না থাকায় তাকে এ দণ্ড দেওয়া হয়।

বুধবার (৮ জুন) দুপুরে ওই মিলসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।

আদালত সূত্র জানায়, চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন আজ বুধবার দুপুরে বিসিক শিল্পনগরীতে মেসার্স হৃদি অটো রাইস মিলে অভিযান চালান। অভিযানের সময় ওই রাইসমিলটিতে কৃষিপণ্য বিপণনের লাইসেন্স না থাকার অভিযোগের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মিলের পরিবেশও ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। আইন ভঙ্গ করে রাইস মিলে কার্যক্রম পরিচালনা করার অভিযোগে রাইস মিলটির মালিক মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই রাইস মিল মালিককে সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন জানান, ২০১৮ সালের কৃষিপণ্য বিপণন আইনে মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

(আরআর/এসপি/জুন ০৮, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test