E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কর্মস্থলে নিরাপত্তাসহ হামলাকারীদের বিচার দাবিতে বাগেরহাটে শিক্ষকদের মানববন্ধন

২০২২ জুন ১২ ১৮:২৭:২৪
কর্মস্থলে নিরাপত্তাসহ হামলাকারীদের বিচার দাবিতে বাগেরহাটে শিক্ষকদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে কর্মস্থলে শিক্ষকদের নিরাপত্তা, গফরগাঁও সরকারি কলেজে চাঁদার দাবিতে  ভাঙচুর ও দুই শিক্ষককে মারপিটকারীদের বিচারের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে সিসিএস সাধারণ শিক্ষক সমিতি সরকারি পিসি কলেজ ইউনিটের উদ্যোগে এই এসব কর্মসূচি পালিত হয়। 

বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুল আলম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক মো. শাহ আলম ফরাজী, নাসিমা ফেরদাউসি, অনিমেশ কান্তি সাহা, সহকারী অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো. সাইফুর রহমান ফারুকি, শেখ আব্দুল গফফার, মফিজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, স্বপন কুমার সরদার, রইস সরদার, সহযোগী অধ্যাপক, আকুঞ্জি কামরুজ্জামান, মানিবুর রহমান মিয়া, সিরাজুল ইসলাম, শেখ শাহিদ হোসেন, প্রভাষক কৃষ্ণ কুমার বিশ্বাস, নিপুণ মন্ডল, সর্বাণী রায়, রেজওয়ানা সুলতানা প্রমুখ।

মানববন্ধনে বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. আসাদুল আলম খান বলেন, গফরগাঁও সরকারি কলেজের ছাত্রলীগের নেতা–কর্মীরা চাঁদা না পেয়ে কলেজে ভাঙচুর করে। এ সময় তারা কলেজের ক্যাশ শাখা থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। ছাত্রলীগ কর্মীরা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইমরাম হোসাইন ও সহযোগী অধ্যাপক মো. আবু রেজোয়ানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। দেশের বিভিন্ন কলেজে এই ধরনের ঘটনার অভিযোগ রয়েছে। শিক্ষা জাতির মেরুদন্ড। কিন্তু কর্মক্ষেত্রে শিক্ষকরা নিরাপদ না থাকলে কোনো ভাবেই শিক্ষার মান নিশ্চিত সম্ভব নয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ বিচার চাই।

একই দাবিতে অধ্যক্ষ ড. রফিকুল ইসলামের নেতৃত্বে একই ধরণের কর্মসূচি পালিত হয়েছে বাগেরহাট সরকারি মহিলা কলেজে।

উল্লেখ্য, গত ৮ জুন ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে চাঁদার দাবিতে ভাঙচুর ও দুই শিক্ষককে মারধর করার অভিযোগ উঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের নামে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের বিচার দাবিতে কর্মবিরতির ঘোষনা দেয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। পূর্ব ঘোষনা অনুযায়ী দেশের ৩৫০টি সরকারি কলেজে রবিবার ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

(এসএকে/এসপি/জুন ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test