E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে ৬২ কার্টুন সয়াবিন তেল উদ্ধার

২০২২ জুন ১২ ২০:০৭:৪৭
সুবর্ণচরে ৬২ কার্টুন সয়াবিন তেল উদ্ধার

মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে বেলালের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মুজদকৃত ১২২৫ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার ভোরে চরজব্বার ইউনিয়নের আবুল মেম্বার সমাজ মসজিদের পাশ্ববর্তী বেলালের বাড়ির একটি গরু রাখার পরিত্যাক্ত ঘর থেকে তেলগুলো জব্দ করা হয়।

সরজমিনে গিয়ে জানা যায়, নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামের নুর ইসলামের পুত্র ইলিয়াস(৩৫) ২ বছর আগে বিয়ে করেন চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের বেলালের কণ্যা পারভিন আক্তারকে। পারভিন আক্তার চট্রগ্রামের একটি গার্মেন্টস চাকুরি করেন সে সূত্র ধরে পরিচয় হয় ইলিয়াসের সাথে পরে ইলিয়াস পারভিনকে বিয়ে করেন ইলিয়াস। কয়েকদিন আগেই ইলিয়াস পারভিনকে নিয়ে চরজব্বরে বেড়াতে আসে।

গতকাল দিনের কোন এক সময় ইলিয়া। জব্দ কৃত তেলের কার্টুন শ্বশুর বেলালের পরিত্যক্ত গরু ঘরে রেখে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তেলের কার্টুন উদ্ধার করে।

বেলাল বলেন, ইলিয়াস পেশায় একজন ড্রাইভার, মাঝে মাঝে ইলিয়াস তার মেয়েকে নিয়ে বেড়াতে আসে। গতকাল তিনি বাড়িতে ছিলেননা। কোন এক সময় ইলিয়াস তেল রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে ইলিয়াসকে ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা বেলালের একটি পরিত্যাক্ত গরু ঘরের মধ্যে কোন অসাধু ব্যবসীয় বেশি মূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই রিয়াজ হাসানের নেতৃত্বে রোববার ভোরে চরজব্বার থানা পুলিশের একটি দল বেলালের বাড়িতে অভিযান চালিয়ে ফ্রেশ ব্যান্ডের ৫লিটারের ৬২কাটুন সয়াবিন তেল জব্দ করা হয়, প্রতি কাটুনে ৫লিটারের ৪টি করে বোতল রয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত তেলগুলো আদালতে জমা দেওয়া হবে। এ বিষয়ে আদালত থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।

(আইইউএস/এএস/জুন ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test