E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২ যুবকের মাথা ন্যাড়া করা ইউপি সদস্যের বিচার দাবিতে মানববন্ধন

২০২২ জুন ১২ ২০:২৮:২৯
২ যুবকের মাথা ন্যাড়া করা ইউপি সদস্যের বিচার দাবিতে মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপা : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে বিয়েবাড়িতে কিশোরীর সঙ্গে কথা বলার অপরাধে দুই যুবকের মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেওয়ার ঘটনায় ইউপি সদস্য আবু সায়েম গাজীর বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শনিবার (১১ জুন) দুপুরে চরবাংলা বাজারে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। এ ছাড়া তারা জেলেদের বিভিন্নভাবে ক্ষতি করে আসছিল। ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সায়েম গাজী, হাদি হাওলাদার, হযরত হাওলাদারসহ সব দোষীকে গ্রেফতার ও দ্রুত বিচার না করা হলে তারা আরও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবে বলে তারা মনে করেন।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় মামলা করায় বিভিন্ন রকম হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের স্লুইসগেট বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি বুধবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার ভুক্তভোগী তুহিন হাওলাদার বাদী হয়ে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালতের বিচারক মো. মামুনুর রহমান মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

(এসডি/এএস/জুন ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test