E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদক দ্রব্যের অপব্যবহার রোধে গোপালগঞ্জে কর্মশালা 

২০২২ জুন ১৩ ১৫:৪৩:৪১
মাদক দ্রব্যের অপব্যবহার রোধে গোপালগঞ্জে কর্মশালা 

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সমাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণে জেলা কর্মশালা আনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালেয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুর রউফ মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোঃ মাসুদ হোসেন, অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল ও গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও শিক্ষক মন্ডলী অংশ নেন।

(টিকেবি/এসপি/জুন ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test