E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত

২০২২ জুন ১৩ ১৮:১৬:৩৩
ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ভোট গ্রহণের তিন দিন আগে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী বুধবার (১৫ জুন) এ নির্বাচন হওয়ার কথা ছিল। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোঃ আতিয়ার রহমান সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। 

এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠিনো হয়েছে। এতে বলা হয়েছে, হাইকোর্ট এক আদেশে এক মাসের জন্য নির্বাচন স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে পরবর্তী আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে ঝিনাইদহ পৌরসভার আগামী ১৫ জুন তারিখে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত রাখার বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। বর্ণিতাবস্থায়, উপর্যুক্ত সিদ্ধান্ত অনুযায়ী পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হল। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছিল ইসি। সেই আদেশের বিরুদ্ধে আপীল করেন নৌকার প্রার্থী। এদিকে নির্বাচন স্থগিত হওয়ার খবর ঝিনাইদহে পৌছলে মুহুর্তের মধ্যে পিন পতনের নীরবতা নেমে আসে। প্রার্থীরা প্রচার প্রচারণা বন্ধ করে দেন। সাধারণ মানুষ এ খবরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

(একে/এসপি/জুন ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test