E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেশবপুরে সমুদ্রগামী ২৫ মৎস্যজীবীকে প্রশিক্ষণ

২০২২ জুন ১৩ ১৮:২৩:২৫
কেশবপুরে সমুদ্রগামী ২৫ মৎস্যজীবীকে প্রশিক্ষণ

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে সমুদ্রগামী ২৫ জন মৎস্যজীবীকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে প্রাণি সম্পদ অধিদপ্তরের সভাকক্ষে সোমবার ওই প্রশিক্ষণ শেষ হয়। ২০২১-২২ অর্থবছরে সাসটেইনবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মৎস্যজীবীদের প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর কবীর, মেরিন ফিশারিজ কর্মকর্তা অর্পিতা বিশ্বাস ও ক্ষেত্র সহকারী আব্দুল মান্নান।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, সামুদ্রিক মৎস্য স¤পদের গুরুত্ব মাথায় রেখে সমুদ্রে মাছ শিকারের সময় মৎস্যজীবীদের দায়িত্বশীল আচরণ, মৎস্য আহরণে নিষিদ্ধ জাল ব্যবহার না করা, প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয়সহ বিভিন্ন বিষয়ের উপর তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়।

(এসএ/এসপি/জুন ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test